অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: নেপাল থেকে তরুণীদের কাজের টোপ দিয়ে পাচারের পরিকল্পনা চলছিল। ভারত-নেপাল সীমান্তে এসএসবি তৎপরতায় উদ্ধার হলেন ওই ছয় তরুণী ও এক নাবালিকা। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ওই তরুণীদের থেকে ভারতের জাল আধার, ভোটার কার্ড ও পাসপোর্ট উদ্ধার হয়েছে। সন্দেহ না হওয়ার জন্য পাচারকারীরা জাল পরিচয়পত্রও তৈরি করছে নারীপাচারের উদ্দেশ্যে! তেমনই মনে করছেন তদন্তকারীরা। শুক্রবার রাতে ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকায় এসএসবি জওয়ানরা ওই তরুণীদের উদ্ধার করেন। ঘটনায় গ্রেপ্তার ২ পাচারকারী। ধৃতদের জেরা করে আরও তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]