‘হাতে ছিল মাত্র ৩০ সেকেন্ড!’ ব্রহ্মোস-আতঙ্কে হাঁটু কাঁপার কথা স্বীকার পাকিস্তানের

‘হাতে ছিল মাত্র ৩০ সেকেন্ড!’ ব্রহ্মোস-আতঙ্কে হাঁটু কাঁপার কথা স্বীকার পাকিস্তানের

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রহ্মোস আতঙ্কে হাঁটু কেঁপেছিল পাকিস্তানের। একথা স্বীকার করলেন খোদ পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উপদেষ্টা রানা সানাউল্লা। জানালেন, ভারত যখন ওই ক্ষেপণাস্ত্র ছুড়েছিল পরিস্থিতি বুঝে উঠতে মাত্র ৩০ থেকে ৪৫ সেকেন্ড সময় হাতে পেয়েছিল ইসলামাবাদ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছেন সানাউল্লা। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ”ভারত যখন নুর খান বিমানঘাঁটিতে ব্রহ্মোস ছুড়েছিল, পাক সেনার হাতে মাত্র কয়েক সেকেন্ডই ছিল বুঝে উঠতে যে ওটা পারমাণবিক ক্ষেপণাস্ত্র কিনা। পরিস্থিতিটা ছিল সত্যিই ভয়ানক।”

এরই পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ হন সানাউল্লা। বলেন, ”পরমাণু যুদ্ধ লেগে যেতেই পারত। ওই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্বকে ধ্বংসের হাত থেকে বাঁচান। তাঁর এই ভূমিকাকে স্বীকার করতেই হবে। আর সেই কারণেই প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁর নাম শান্তির নোবেলের জন্য প্রস্তাব করেছিলেন।” এপ্রসঙ্গে বলা যায়, ভারত কিন্তু ট্রাম্পের মধ্যস্থতায় সংঘর্ষ বিরতির বিষয়টি অস্বীকার করেছে। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা হয় ট্রাম্পের। সেই কথোপকথনে মোদি ট্রাম্পকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ভারত কখনওই পাকিস্তানের বিষয়ে কোনও মধ্যস্থতা মেনে নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও সম্প্রতি স্বীকার করে নিয়েছিলেন ভারতের ব্রহ্মস মিসাইলে বিপর্যস্ত হয়েছিল পাক বায়ুসেনা ঘাঁটি। যার মধ্যে ছিল রাওয়ালপিন্ডি বিমানবন্দর। আজারবাইজানে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি পরিষ্কার জানিয়েছেন, পাক বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল ভারত। পাকিস্তান তার আগেই হামলার মতলব কষেছিল। কিন্তু তাদের হতভম্ব করে আগেই হামলা চালিয়ে পাকিস্তানের সব রণকৌশল ব্যর্থ করে দিয়েছিল নয়াদিল্লি। এবার সেই পাক আতঙ্কের কথা জানালেন সানাউল্লাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *