অরিজিৎ গুপ্ত, হাওড়া: বন্ধুর সঙ্গে দেখা করতে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন এক যুবক। পরদিন বাড়ির এলাকার কিছু দূরে হাইড্রেন থেকে উদ্ধার হল তাঁর মৃতদেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায়। মৃতের নাম মানস কড়ি (৩২), বাড়ি রামরাজাতলার ব্রজনাথ লাহিড়ি লেনে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, গতকাল, সন্ধের পর বাড়ি থেকে বেরিয়েছিলেন মানস কড়ি নামে ওই যুবক। বন্ধুর সঙ্গে তাঁর দেখা করার কথা ছিল বলে খবর। রাত হয়ে যাওয়ার পরেও তিনি বাড়ি ফেরেননি বলে পরিবার সূত্রে জানা যায়। ফোনেও তাঁকে পাওয়া যায়নি বলে অভিযোগ। আশেপাশে এলাকায় খোঁজ করেও তাঁর খোঁজ মেলেনি বলে খবর। আজ, রবিবার সকালে ফের এলাকায় মানসের খোঁজখবর করতে থাকেন পরিবারের সদস্যরা। সেসময় জানা যায়, শৈলেন মান্না সরণীর বেলেপোলের একটি ড্রেনে এক যুবকের মৃতদেহ পড়ে আছে। সেই কথা শুনেই পরিবারের লোকজন সেখানে যান। ছেলেকে চিনতে অসুবিধা হয়নি বাড়ির লোকেদের।
খবর দেওয়া হয় চ্যাটার্জিহাট থানায়। পুলিশ ও দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। কিছু সময় পরে ড্রেন থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। কিন্তু কীভাবে মৃত্যু হল ওই যুবকের? ‘খুন’ নাকি অন্য কোনও ঘটনা? সেই প্রশ্ন উঠেছে। বেলেপোনার এক দোকানি জানিয়েছেন, গতকাল রাতে দুই যুবককে ওই এলাকায় মদ্যপান করতে দেখা গিয়েছিল। অতিরিক্ত মদ্যপানের পর ফেরার পথেই কি ড্রেনে পড়ে মৃত্যু হল ওই যুবকের? তেমন কিছু হলে সঙ্গের বন্ধু তাঁকে রক্ষা করল না কেন? সেই বন্ধুই বা কোথায় গেল? সেসব প্রশ্নও উঠেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এলাকার সিসিটিভিগুলির ফুটেজ খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।