হলুদ লাইনই লক্ষ্মণ রেখা! মেট্রো আসার আগে পার করলেই গুনতে হবে জরিমানা

হলুদ লাইনই লক্ষ্মণ রেখা! মেট্রো আসার আগে পার করলেই গুনতে হবে জরিমানা

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


নব্যেন্দু হাজরা: ‘হলুদ লাইন অতিক্রম করবেন না।’
যাত্রী সুরক্ষায় মেট্রো স্টেশনের মাইকে লাগাতার এই সতর্কবাণী সর্বক্ষণ বাজতে থাকে। কিন্তু তাতে কান দেয় না কেউ! তাই এবার কঠোর হতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো আসার আগে হলুদ লাইন পার করলেই গুনতে হবে জরিমানা। এবিষয়ে জারি করা হল কড়া নির্দেশিকা।

নির্দেশিকায় বলা হয়ছে, কোনও যাত্রী যদি মেট্রো আসার আগে হলুদ লাইন পার করেন, তবে তা অপরাধ হিসাবে গণ্য করা হবে। কেউ যদি সেই অপরাধ করেন তা হলে ২৫০ টাকা জরিমানা গুনতে হবে যাত্রীদের। আগামী ১ জুন থেকে এই নিয়ম কার্যকর হবে। গোটা প্ল্যাটফর্ম চত্বর সিসিটিভি-তে মোড়া থাকে। কে নিয়ম ভাঙছে সেই লাইভ ফুটেজ দেখবে মেট্রো কর্তৃপক্ষ। নেওয়া হবে ব‌্যবস্থা। তাছাড়া আরপিএফের তরফে বিশেষ অভিযান চালানো হবে এবিষয়ে।

মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, সিসিটিভিতে দেখা যাচ্ছে, মেট্রোয় আগে উঠবেন বলে স্টেশনে ট্রেন আসার আগেই যাত্রীরা ওই লাইন অতিক্রম করেই দাঁড়িয়ে থাকছেন। এতে মাঝেমধ্যেই বিপদ হয়। হুড়োহুড়িতে পা ফসকে লাইনে পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে অতীতে। অনেক সতর্কবাণীতেও লাভ হয়নি। কেউ কথা শোনেনি। তাই এবার দুর্ঘটনা এড়াতে কঠোর হচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। উল্লেখ‌্য, প্রতে‌্যক প্ল‌্যাটফর্মের ধারে কিছুটা জায়গা ছেড়ে একটি হলুদ বর্ডার রয়েছে। যাত্রীরা যাতে সেই বর্ডার অতিক্রম না করেন, সেজন‌্যই মেট্রো নতুন নিয়ম আনতে চলেছে।

কর্তারা জানাচ্ছেন, ইদানিং মেট্রোর সামনে বা লাইনে ঝাঁপ মারার প্রবণতা বেড়েছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে অতীতেও একাধিক পদক্ষেপ করেছে মেট্রো। কিন্তু যাত্রীদের এই লাইনে ঝাঁপ দেওয়া কোনওভাবেই বন্ধ হয়নি। হলুদ লাইন পার না-করার জন্য বারবার মাইকে (পাবলিক অ্যাড্রেস সিস্টেমে) সতর্কও করা হয়। স্টেশনে থাকা আরপিএফ কর্মীরাও সতর্ক করেন। তাতেও হুঁশ ফেরেনি যাত্রীদের। তাই এবার যাত্রী সুরক্ষা এবং দুর্ঘটনা এড়াতে নয়া এই পদক্ষেপ করা হচ্ছে।

মেট্রোর এক কর্তার কথায়, ছ’সাত মিনিট অন্তর মেট্রো। তা সত্ত্বেও যাত্রীদের মধ্যে অদ্ভুত তাড়াহুড়ো থাকে ট্রেনে ওঠার জন‌্য। তাই মেট্রো ঢোকার আগেই তাঁরা প্ল‌্যাটফর্মের ধারে চলে যান। এতে থেকে যায় পড়ে যাওয়ার আশঙ্কা। তা এড়াতেই এই কঠোর পদক্ষেপ। মানুষ যদি টাকা খোয়া যাওয়ার আতঙ্কে নিয়ম মানেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *