সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পড়াশোনায় বরাবরই ভালো। কিন্তু তা সত্ত্বেও দশম শ্রেণির পরীক্ষায় ৫৩ শতাংশ নম্বর। আশানুরূপ ফল না হওয়ায় হতাশায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী কিশোর। ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটায়। বৃহস্পতিবার সকালে সঞ্জয় নগর রেল স্টেশনের কাছ থেকে তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বছর সতেরোর ওই কিশোর পড়াশোনার পাশাপাশি স্থানীয় একটি দোকানে কাজ করত। বুধবার ওই দোকানের এক কর্মী তাকে কিছু জিনিসপত্র কিনকে বাইরে পাঠায়।কিন্তু তারপর সে আর ফিরে আসেনি। বাধ্য হয়েই জানানো হয় পরিবারকে। শুরু হয় খোঁজ। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। অবশেষে পুলিশের দ্বারস্থ হয় পরিবার। এদিকে বৃহস্পতিবার সকালে রেললাইনের ধারে কিশোরের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারপরই তাঁরা পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে তার বাইকটিও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাতে দোকান থেকে বেরিয়ে সে সোজা স্টেশনে চলে আসে এবং নিজেকে শেষ করে দেয়।
পুলিশের এক আধিকারিক বলেন, “স্থানীয়রাই কিশোরের দেহটি দেখতে পেয়ে আমাদের প্রথম খবর দেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সে আত্মঘাতী হয়েছে। সবদিক খতিয়ে দেখেই ঘটনাটির তদন্ত করা হবে।”