হনুমানের হামলায় খোয়ালেন হাতের মাংস! হাওড়ায় তীব্র আতঙ্ক, পাতা হল খাঁচা

হনুমানের হামলায় খোয়ালেন হাতের মাংস! হাওড়ায় তীব্র আতঙ্ক, পাতা হল খাঁচা

রাজ্য/STATE
Spread the love


অরিজিৎ গুপ্ত, হাওড়া: হাওড়ার কদমতলায় হনুমানের দাপটে আক্রান্ত স্থানীয় বাসিন্দারা। হনুমানের কামড়ে এক মহিলা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। হনুমান ধরতে এবার খাঁচা পাতলো বনদপ্তর।

গত কয়েকদিন ধরে মধ্য হাওড়ার কদমতলায় প্রায় সাত থেকে আটটি হনুমানের দাপটে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, একদল হনুমান এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। সেই হনুমানগুলি তাঁদের কয়েকজনকে আক্রমণও করেছে। আক্রান্তদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ওই আক্রান্ত মহিলা বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানানো হয়েছে। খবর পেয়ে হনুমানের দলটিকে ধরতে রবিবার কদমতলায় দু’টি খাঁচা পেতেছে বনদপ্তর। রবিবার রাত পর্যন্ত হনুমানের দলটিকে ধরতে ওই এলাকায় নজরদারি চালান বন কর্মীরা। তবে রবিবার রাত পর্যন্ত দলটি ধরা পড়েনি বলেই জানা গিয়েছে। জেলা বনদপ্তরের আরবান রেঞ্জের এক আধিকারিক বলেন, “আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। এখনও পর্যন্ত হনুমানের কামড়ে একজনের অবস্থা গুরুতর। স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।”

গত শুক্রবার কদমতলা এলাকার বৈষ্ণবপাড়া লেনের বাসিন্দা মৌসুমী রায়ের হাত কামড়ে রীতিমতো মাংস খুবলে নেয় একটি হনুমান। হনুমানের কামড়ে হাতের তিন জায়গায় গভীর ক্ষত হয়েছে তাঁর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাঝেমধ্যেই পথচলতি মানুষ এবং স্থানীয় বাসিন্দাদের আক্রমণ করতে তেড়ে আসছে হনুমানের দলটি। শুধু মানুষকে নয়, কামড়ে-আঁচড়ে দিচ্ছে পথকুকুরদেরও।

গত তিন দিনে হনুমানের দলটি এলাকার প্রায় পাঁচজন বাসিন্দার উপর আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা। বিষয়টি জানতে পেরে একটি পরিবেশপ্রেমী সংস্থা বনদপ্তরকে খবর দেয়। সংস্থাটির তরফে শুভ্রদীপ ঘোষ বলেন, “দলটির মধ্যে এক বা একাধিক হনুমানের জলাতঙ্কে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বনদপ্তর এবং স্থানীয় প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *