হনসল মেহেতার বিগ বাজেট সিরিজে রাইমা, অনিল কাপুর, শুটিং শ্রীলঙ্কায়

হনসল মেহেতার বিগ বাজেট সিরিজে রাইমা, অনিল কাপুর, শুটিং শ্রীলঙ্কায়

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসখানেক শোনা গিয়েছিল, ‘গান্ধী’ ওয়েব সিরিজের পর স্বপ্নের প্রজেক্টে হাত দিতে চলেছেন হনসল মেহেতা। দুই বিজনেস টাইকুনের দ্বৈরথ দেখানো হবে নেটফ্লিক্সের এই সিরিজে। কাস্টিংও চোখধাঁধানো। অনিল কাপুর, বিজয় ভার্মা, নেহা ধুপিয়াদের দেখা যাবে গুরুত্বপূর্ণ সব চরিত্রে। আর হনসলের সেই সিরিজেই বিশেষ ভূমিকায় থাকছেন রাইমা সেন।

প্রসঙ্গত, রাইমা দীর্ঘদিন ধরেই মুম্বই এবং কলকাতায় সমান্তরালে কাজ করছেন। বিবেক অগ্নিহোত্রীর ‘ভ্যাকসিন ওয়ার’, হিন্দি ছবি ‘মা কালী’-সহ একাধিক সিনেমায় দেখা গিয়েছে রাইমাকে। এবার হনসল মেহেতার বহু প্রতীক্ষিত ওয়েব সিরিজে অনিল কাপুর, বিজয় ভার্মাদের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করবেন বঙ্গকন্যা। বলিউড মাধ্যম সূত্রে খবর, চলতি মাসেই শ্রীলঙ্কায় শুরু হবে শুটিং। ক্ষমতা এবং অর্থলাভের জন্য নীতিবোধকে বিসর্জন দিয়ে কতদূর যেতে পারে এক বিত্তশালী ব্যবসায়ী, সেই গল্পই তুলে ধরবেন পরিচালক। জানা গিয়েছে, বিক্রম মালহোত্রা প্রযোজিত এই সিরিজের জন্য গত মাসেই শ্রীলঙ্কায় গিয়ে রেইকি করে এসেছেন হনসল মেহেতা। সূত্রের খবর, অনিল কাপুর এবং বিজয় ভার্মাকে দেখা যাবে দুই ‘রাফ অ্যান্ড টাফ’ বিজনেস টাইকুনের ভূমিকায়। যাঁদের জীবনে ব্যবসা, মার্কেট, অর্থ ব্যতীত আর কিছুই প্রাধান্য পায় না। অন্যদিকে মূল্যবোধের কথা বলবে নেহা ধুপিয়া, রাইমা সেনের চরিত্র দুটি। নেটফ্লিক্সের জন্য তৈরি এই ওয়েব সিরিজটি নিয়ে নাকি প্রযোজক-পরিচালক বিক্রম এবং হনসল বেশ আশাবাদী। বড়সড় চমক দিতে চাইছেন তাঁরা। তাই আপাতত মুখে কুলুপ এঁটেছেন নির্মাতারা।



জানা গিয়েছে, মুম্বইয়ের পাশাপাশি শ্রীলঙ্কা, সার্বিয়া, জর্জিয়ার মতো একাধিক দেশের বিভিন্ন লোকেশনে শুটিং করবেন হনসল মেহেতা। সত্যি ঘটনা অবলম্বনে সিরিজের গল্পকার নীরেন ভাট, অঙ্কুর পাঠক এবং নিখিল নায়ার। বর্তমান বিশ্বের অর্থনৈতিক প্রেক্ষাপট এবং শিল্পপতি, উদ্যোগপতিদের ইঁদুরদৌড়ের গল্প নিয়ে চিত্রনাট্য সাজিয়েছেন তাঁরা। সব ঠিক থাকলে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত টানা শুটিং করে সিরিজের কাজ শেষ করতে চাইছেন নির্মাতারা। এযাবৎকাল সত্য ঘটনার আধারে ‘শাহিদ’, ‘আলিগড়’ থেকে ‘স্ক্যাম ১৯৯২’, ‘দ্য বাকিংহাম মার্ডারস’-এর মতো একাধিক সিনেমা, সিরিজে দর্শক, সিনেসমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন হনসল মেহেতা। এই সিরিজের ক্ষেত্রেও যে তার অন্যথা হবে না, তেমনটা আশা করাই যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *