‘হতেম যদি আরব বেদুইন’… যেমন খুশি সাজিয়ে দেবে মেটার ‘ইমাজিন মি’, জানুন পদ্ধতি

‘হতেম যদি আরব বেদুইন’… যেমন খুশি সাজিয়ে দেবে মেটার ‘ইমাজিন মি’, জানুন পদ্ধতি

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনে মনে কত কিছুই তো হতে ইচ্ছে করে আমাদের। নভশ্চর থেকে কাউবয়, ক্রিকেটার থেকে আরব বেদুইন- কত কী! এতদিন স্রেফ কল্পনা করেই ক্ষান্ত থাকতে হত। মেটা এআই এবার সব কল্পনাকে সত্যি করে তুলবে। ভারতে এসে গিয়েছে ‘ইমাজিন মি’ নামের এআই ইমেজ জেনারেশন টুল। জানুন কীভাবে এর সাহায্যে যা খুশি হয়ে উঠতে পারবেন।

‘ইমাজিন মি’ ব্যাপারটা কী
২০২৪ সালের জুলাই মাসে আত্মপ্রকাশ করেছিল ‘ইমাজিন মি’। ইউজারের ফেসিয়াল ডেটা খতিয়ে দেখে দ্রুত তাঁর প্রতিকৃতিকে যে কোনও বিশেষ ধরনের অবয়বের সঙ্গে দ্রুত মিলিয়ে দিতে পারে মেটা।

কীভাবে ব্যবহার করবেন
ধরা যাক আপনার ইচ্ছে হল নয়ের দশকের রকস্টারের বেশভূষায় নিজেকে দেখবেন। সোজা লিখুন ‘ইমাজিন মি অ্যাজ আ ৯০’স রকস্টার’। ব্যাস এতেই কেল্লা ফতে। নিমেষেই আপনার চোখের সামনে হাজির হবে আপনার রকস্টার অবতার। প্রয়োজন পড়লে মেটা আপনার গোটা তিনেক ছবি আলাদা করে আপলোড করতে বলবে। তবে তা একবারই। এরপর যা খুশি হতে চান। আবদার রাখবে মেটা এআই। তবে এটা বলে রাখা ভালো, অ্যান্ড্রয়েড ডিভাইসে এই সুবিধা মিলবে। কিন্তু আইওএস ডিভাইসে এখনও মেটা এআই-এর এই টুল লভ্য নয়।

প্রসঙ্গত, গত বছরের মাঝামাঝি আই চ্যাটবট ফিচার এনেছে মেটা। তা নিয়ে চলছে নানা পরীক্ষা নিরীক্ষা। বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া থেকে শুরু করে আরও নানা আকর্ষণীয় টুল রয়েছে এখানে। এবার এর সঙ্গে জুড়ে দেস এই নয়া টুল। যা এবার ভারতেও লভ্য হয়েছে। ইতিমধ্যেই ‘ইমাজিন মি’ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে দেশে। আপনিও একবার ট্রাই করবেন নাকি?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *