হঠাৎ স্থগিত ভারত-আমেরিকা বাণিজ্য বৈঠক! চোখ রাঙাচ্ছে ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক

হঠাৎ স্থগিত ভারত-আমেরিকা বাণিজ্য বৈঠক! চোখ রাঙাচ্ছে ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েল-প্যালেস্টাইন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে গুলিয়ে যাচ্ছে কূটনীতি ও অর্থনীতির মারপ্যাঁচ। এই পরিস্থিতিতে স্থগিত হল ষষ্ঠদফা ইন্দো-মার্কিন প্রতিনিধিদের বাণিজ্য চুক্তির বৈঠক। যা হওয়ার কথা ছিল ভারতের মাটিতে। সরকারি সূত্রে খবর, দিল্লিতে ভারত সরকারের প্রতিনিধিদের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠকে বসরা কথা ছিল আগামী ২৫ থেকে ২৯ আগস্টের মধ্যে। ট্রাম্প-জেলেনস্কি-পুতিনের ত্রিপাক্ষিক সাক্ষাতের আবহে সেই বৈঠক স্থগিত হয়েছে।

বলা বাহুল্য, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সংক্রান্ত বৈঠক পিছিয়ে যাওয়ায় অস্বস্তি বাড়ল নয়াদিল্লির। ট্রাম্প ভারতের উপর যে ৫০ শতাংশ শুল্ক ঘোষণা করেছে, তা কার্যকর হবে আগামী ২৭ আগস্ট। তার আগে ইন্দো-মার্কিন বাণিজ্য চুক্তি জরুরি ছিল। এখন শংসয় তৈরি হল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি দ্বিপাক্ষিক আলোচনার জন্য আর অপেক্ষা করবেন? নাকি পূর্ব ঘোষিত নির্ধারিত দিন থেকেই অতিরিক্ত শুল্ক কার্যকর করবেন!

উল্লেখ্য, রাশিয়ার থেকে জ্বালানি তেল কেনার ‘অপরাধে’ ভারতের উপরে অতিরিক্ত শুল্ক চাপান ট্রাম্প। ধনকুবের মার্কিন রাষ্ট্রপতির যুক্তি ছিল, তেল বেচা অর্থে শক্তিশালী রাশিয়া বছরের পর বছর ধরে ইউক্রেনে হামলা চালাচ্ছে। দিল্লি-সহ মস্কোর বাণিজ্যবন্ধু দেশগুলি যদি তাদের থেকে তেল কেনা বন্ধ করে, তবে চাপে পড়ে যুদ্ধ বন্ধ করবে রাশিয়া। এর মধ্যেই আলাস্কায় ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। যদিও সেখানে কোনও সমাধান সূত্র মেলেনি। জেলনস্কি-ট্রাম্প বৈঠকে কি আশার আলো দেখা যাবে? তা সময়ই বলবে।

উল্লেখ্য, এর আগে ভারত এবং আমেরিকা নিজেদের মধ্যে ক্ষুদ্র বাণিজ্য চুক্তিতেও ব্যর্থ হয়েছে। অন্যতম কারণ ছিল কৃষি ও দুগ্ধজাত পণ্যের উপর শুল্ক কমানোর মার্কিন দাবি। যা প্রত্যাখ্যান করে ভারত। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বার্তা দিয়েছেন, কোনও ভাবেই অন্নদাতা কৃষকদের স্বার্থে আঘাত লাগে এমন কাজ করবেন না তিনি। তার জন্য বড়সড় ক্ষতি স্বীকার করতেও প্রস্তুত দেশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *