হকি ইন্ডিয়া লিগে দুরন্ত পারফরম্যান্স, সেরার সেরা শ্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্স

হকি ইন্ডিয়া লিগে দুরন্ত পারফরম্যান্স, সেরার সেরা শ্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্স

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হকি ইন্ডিয়া লিগে দুরন্ত পারফরম্যান্স শ্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্সের। চলতি বছর এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল তারা। গোটা টুর্নামেন্ট জুড়েই দাপুটে পারফরম্যান্স ছিল দলের। শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস ফাইনালে সেরার শিরোপা ছিনিয়ে নিল তারা। তবে এখানেই শেষ নয়, আগামী দিনে আরও সাফল্য পাওয়ার জন্য নিজেদের তৈরি করছে শ্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্স।

টুর্নামেন্টের গ্রুপ পর্বে ১০ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট পেয়েছিলেন রুপিন্দর পাল সিংরা। ছটি ম্যাচে জয় পেয়েছিল দল। তবে বাকি চারটি ম্যাচে হারতে হয়, তার মধ্যে একটি হার শুট আউটে। গ্রুপ পর্বের মরণবাঁচন ম্যাচে জোড়া গোল করে দলকে জেতান যুগরাজ সিং। তারপর সেমিফাইনালে দাপুটে পারফরম্যান্সে তামিলনাড়ু ড্রাগনসকে হারায় রাঢ় বেঙ্গল টাইগার্স। সেই ম্যাচেও দুরন্ত পারফর্ম করেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা যুগরাজ।

ফাইনালে রাঢ় বেঙ্গল টাইগার্সের প্রতিপক্ষ ছিল হায়দরাবাদ তুফানস। রাউরকেল্লার বিরসা মুণ্ডা হকি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। খেতাবি লড়াইয়ে হ্যাটট্রিক করেন যুগরাজ। তবে শেষ মুহূর্তে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন স্যাম লেন। ৪-৩ ফলে জিতে চ্যাম্পিয়নের মুকুট পায় রাঢ় বেঙ্গল টাইগার্স। গোটা টুর্নামেন্টে দলের এমন দাপুটে পারফরম্যান্সে মুগ্ধ অধিনায়ক রুপিন্দর। তাঁর কথায়, “ওঠা-নামার মধ্য দিয়ে যেতে হয়েছে গোটা দলকে। তবে আমরা একে অপরের উপর বিশ্বাস রেখেছিলাম। সকলের হাল না ছাড়ার মানসিকতা আর পরিশ্রম দেখে আমি গর্বিত।”

শ্রাচী স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি বলেন, “এই সাফল্য আমাদের কাছে অত্যন্ত গর্বের মুহূর্ত। আমাদের দল দারুণ দক্ষতার পরিচয় দিয়েছে, ওরা অবশ্যই এই খেতাব জয়ের যোগ্য। হকি ইন্ডিয়া লিগের মতো টুর্নামেন্টে খেললে সর্বোচ্চ পর্যায়ে নিজেদের তুলে ধরতে পারেন খেলোয়াড়রা।” অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে আগামী দিনে আরও সাফল্য পাবে শ্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্স, এমনটাই আশা দলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *