৭৯তম স্বাধীনতা দিবস। প্রথামতো লালকেল্লায় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী। ২০১৪ থেকে শুরু করে এই নিয়ে ১২ বার লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের স্বাধীনতা দিবসের থিম রাখা হয়েছে নতুন ভারত। সেই সঙ্গে অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনেও শামিল হবেন দেশবাসী। একনজরে স্বাধীনতা দিবসের প্রতি মুহূর্তের আপডেট।
সকাল ৮ শুল্কযুদ্ধের আবহে আত্মনির্ভরতার জয়গান গাইলেন প্রধানমন্ত্রী। নাম না করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিলেন।
সকাল ৭:৪৫ জাতির উদ্দেশ্যে ভাষণের শুরুতেই অপারেশন সিঁদুরের জয়গান মোদির। হুঙ্কার দিয়ে তিনি বলেন, “শত্রুদের কল্পনার চেয়েও বেশি সাজা দিয়েছি। সেনা যা করে দেখিয়েছে তা পাকিস্তান বহুদিন মনে রাখবে। জঙ্গি এবং জঙ্গিদের মদতদাতাদের আলাদা করে দেখব না। পরমাণু যুদ্ধের হুমকি ভারত আর সহ্য করবে না।”
সকাল ৭:৩৫ স্বাধীনতা দিবসের ভাষণ শুরু প্রধানমন্ত্রীর। এই নিয়ে ১২ বার লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবিধান নির্মাতাদের প্রণাম জানালেন প্রধানমন্ত্রী। বক্তৃতার শুরুতেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম উল্লেখ মোদির।
সকাল ৭:৩০ লালকেল্লায় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনে ভারতীয় বায়ুসেনার বিশেষ ফ্লাইপাস্ট। আকাশের বুক চিরে উড়ল দু’টি এম আই ১৭ বিমান। একটি বিমানে ছিল জাতীয় পতাকা, অন্যটিতে অপারেশন সিঁদুরের লোগো।
#WATCH | Two Mi-17 helicopters of the Indian Air Drive fly above the Purple Fort and bathe flower petals. One flies with the Tiranga, the opposite shows a banner of Operation Sindoor.
Video: DD pic.twitter.com/f5cTTGLyuh
— ANI (@ANI) August 15, 2025
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi hoists the nationwide flag on the Purple Fort. #IndependenceDay
(Video Supply: DD) pic.twitter.com/UnthwfL72O
— ANI (@ANI) August 15, 2025
সকাল ৭:২০ লালকেল্লায় পৌঁছলেন মোদি। তাঁকে স্বাগত জানালেন প্রতিরক্ষামন্ত্রী-সহ বাকিরা। প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দিল সেনা।
সকাল ৭:১৫ প্রথামাফিক রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন প্রধানমন্ত্রী। তাঁর পরনে গেরুয়া পাগড়ি, গেরুয়া কোট। সঙ্গে সাদার উপর তেরঙ্গা বর্ডার দেওয়া উত্তরীয়।
সকাল ৭ স্বাধীনতা দিবস উদযাপনে শামিল দেশবাসী। শ্রীনগরের ঐতিহ্যবাহী লালচকের ঘণ্টা ঘরে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। স্বাধীনতা দিবসের বিশেষ সেলফি বুথে ছবি তুলে দিনটি স্মরণীয় করে রাখছেন।
#WATCH | J&Ok: Vacationers start arriving on the iconic Ghanta Ghar at Lal Chowk in Srinagar on #IndependenceDay2025. pic.twitter.com/Qs2Frb8Srr
— ANI (@ANI) August 15, 2025
সকাল ৬:৪৫ নিজের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। স্বদেশি পণ্য় ব্যবহারের ডাক দিয়েছেন তিনি।
#WATCH | Defence Minister Rajnath Singh hoists the Nationwide Flag at his residence in Delhi, on #IndependenceDay2025 pic.twitter.com/wzNyB6eQR0
— ANI (@ANI) August 15, 2025
সকালে ৬:৩০ দেশবাসীকে স্বাধীনতা দিবসের বিশেষ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘সকলকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। এই বিশেষ দিনটি সকল দেশবাসীর মনে যেন নতুন উদ্যম এবং শক্তি নিয়ে আসে, সেই উদ্যমে বিকশিত ভারত গড়ার কাজে নতুন গতি মেলে, এই কামনা করি। জয় হিন্দ।’
आप सभी को स्वतंत्रता दिवस की हार्दिक शुभकामनाएं। मेरी कामना है कि यह सुअवसर सभी देशवासियों के जीवन में नया जोश और नई स्फूर्ति लेकर आए, जिससे विकसित भारत के निर्माण को नई गति मिले। जय हिंद!
— Narendra Modi (@narendramodi) August 15, 2025
সকাল ৬:১৫ ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে আঁটসাট নিরাপত্তা গোটা দিল্লিজুড়ে। ৪০ হাজারের বেশি আধাসেনা মোতায়েন করা রয়েছে। জঙ্গি হামলার আশঙ্কায় রাখা হয়েছে বহুস্তরীয় নিরাপত্তা। বসানো হয়েছে অ্যান্টি ড্রোন সিস্টেম। গাড়ির নিম্নাংশও পরীক্ষা করে দেখা হবে।
সকাল ৬ অপারেশন সিঁদুর উদযাপনের কথা মাথায় রেখেই ৭৯তম স্বাধীনতা দিবসের সাজসজ্জার থিম রাখা হয়েছে। ফুলের সাজে ফুটিয়ে তোলা হয়েছে অপারেশন সিঁদুরের লোগো।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন