স্বাধীনতা দিবসে দেশপ্রেম উসকে প্রকাশ্যে ‘বর্ডার ২’-এর পোস্টার, সানির ‘ঢায় কিলো’র হাতে এবার মেশিন গান

স্বাধীনতা দিবসে দেশপ্রেম উসকে প্রকাশ্যে ‘বর্ডার ২’-এর পোস্টার, সানির ‘ঢায় কিলো’র হাতে এবার মেশিন গান

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৯৭ সালের কালজয়ী সিনেমার সিক্যুয়েলের ঘোষণা হয়েছিল আগেই। এবার ফের একবার গর্জে উঠল ‘বর্ডার’! যুদ্ধক্ষেত্রে টিম নিয়ে হাজির মেজর ‘কুলদীপ সিং’ ওরফে সানি দেওল। ২৭ বছর পর স্বাধীনতা দিবসেই দেশপ্রেম উসকে প্রকাশ্যে এল ‘বর্ডার ২’-এর পোস্টার। যেখানে সেনাজওয়ানের পোশাকে সানির ‘ঢায় কিলো’র হাতে দেখা গেল মেশিন গান। শুক্রবার সিক্যুয়েলের পয়লা পোস্টার মুক্তির সঙ্গেই নস্ট্যালজিয়ার সরণি বেয়ে অনুরাগীদের মধ্যে দেখা গেল সেই একইরকম আবেগ, সেই শিহরণ, সেই গর্ব। পোস্টারেই হুঙ্কার, ‘আরও একবার হিন্দুস্তানের জন্য লড়ব আমরা।’

‘বর্ডার ২’ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুরাগ সিং। মুখ্য ভূমিকায় সানি দেওলের পাশাপাশি দেখা যাবে বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ, অহন শেট্টি-সহ একঝাঁক বলিউড তারকাকে। মেগাবাজেট এই ছবিতে নবাগতা অভিনেত্রী মেধা রানাও থাকছেন। বলিউড মাধ্যম সূত্রে খবর, এবার ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটের এই সিনেমার চিত্রনাট্য সাজানো হয়েছে। প্রথম পোস্টারের পাশাপাশি রিলিজের দিনক্ষণও প্রকাশ্যে নিয়ে এলেন নির্মাতারা। ২০২৬ সালের সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ২২ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি। ২০২৪ সালে ভূষণ কুমার, জেপি দত্ত ও নিধি দত্ত হাত মিলিয়ে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় যুদ্ধচিত্রের সিক্যুয়েল ‘বর্ডার ২’-এর ঘোষণা করেছিলেন।

জানা গিয়েছে, এবারে অরিজিৎ সিং ও সোনু নিগমের কণ্ঠে ব্লকবাস্টার গান ‘সন্দেশে আতে হ্যায়’ শোনা যাবে। প্রথম ভাগের মতো দ্বিতীয় ভাগেও ছবির সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ভরপুর অ্যাকশন। সঙ্গে টানটান গল্প আর আবেগ। উল্লেখ্য, বর্ডার মানেই ভারতের আপামর সিনেদর্শকদের কাছে নস্ট্যালজিয়া। আর সেই নস্ট্যালজিয়াকেই এত বছর পরে পর্দায় ফিরিয়ে আনতে চলেছেন অনুরাগ সিং এবং জেপি দত্তর কন্যা নিধি দত্ত। পোস্টার দেখেই অনুরাগীদের উন্মদনার পারদ যে আরও বেড়েছে, তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, ‘বর্ডার’ সিনেমায় মেজর কুলদীপ সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন সানি। সে বছরের সবেচেয় সফল ছবি ছিল জে পি দত্তর এই ওয়ার মুভি। ছবির গান এখনও জনপ্রিয়। ফি বছর স্বাধীনতা দিবসে এই ছবির কথা স্মরণ করেন অনুরাগীরা। শোনা যায়, গত দু-তিন বছর ধরেই ‘বর্ডার ২’ নিয়ে সানি দেওল, পরিচালক জে পি দত্ত ও তাঁর মেয়ে নিধি দত্তর মধ্যে আলোচনা চলছিল। ‘গদর ২’র তুমুল সাফল্যের পর এই প্রজেক্টের কাজে গতি আসে। এবার অবশেষে পোস্টার প্রকাশ্যে নিয়ে এসে ঝাঁজালো অবতারে ধরা দিলেন সানি দেওল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *