সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের পরদিনই রক্তাক্ত আমেরিকার ইন্ডিয়ানাপলিস শহর। বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল এক শিশু-সহ অন্তত দু’জনের। আহত হয়েছেন ছ’জন। তবে হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
শনিবার ইন্ডিয়ানাপলিসের এক জনবহুল এলাকায় হঠাৎই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে এক বন্দুকবাজ। গুলির আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দু’জন। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় চারিদিকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। মৃতদের মধ্যে একজন শিশু। পুলিশ আসার আগেই আততায়ী সেখান থেকে চম্পট দেয়। বন্দুকবাজের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করা হয়েছে।
ঘটনার নিন্দা করে পুলিশের এক আধিকারিক বলেন, “মর্মান্তিক একটি ঘটনা। মৃত্যু হয়েছে এক শিশুর। আহতদের মধ্যেও এক শিশু রয়েছে। হামলা চালানোর পরই অভিযুক্ত সেখান থেকে চম্পট দেয়। আমরা তাঁর খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছি। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ক্যামেরার ফুটেজও।” তিনি আরও বলেন, “এই ঘটনার পরই গোটা এলাকা জুড়ে তল্লাশি চালানোর পর বেআইনি অস্ত্র-সহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে কারও সঙ্গে অভিযুক্তর কোনও যোগ রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।”