সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসে মেলবোর্নের ভারতীয় দূতাবাসে অশান্তি খলিস্তানি সমর্থকদের। স্বাধীনতা দিবস উদযাপনের মাঝেই ‘ভারত বিরোধী’ স্লোগান খলিস্তানিদের। যদিও অনুষ্ঠান ভেস্তে দেওয়ার পরিকল্পনা বানচাল করে দেন সেখানকার ভারতীয়রা।
ভারতের মতো দেশের বাইরেও বহু শহরে শুক্রবার স্বাধীনতা দিবসে উদযাপন করছেন প্রবাসী ভারতীয়রা। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভারতীয় দূতাবাসেও স্বাধীনতা দিবসের উদযাপন করতে একত্রিত হয়েছিলেন সেখানকার ভারতীয়রা। তবে সেই সেলিব্রেশন ভেস্তে দেওয়ার ছক করে একদল খলিস্তানি। আচমকা দূতাবাসে ঢুকে ‘ভারত বিরোধী’ স্লোগান দিতে থাকে তারা। উদ্দেশ্য ছিল গোটা অনুষ্ঠান ভেস্তে দেওয়া। অবশ্য সেই চেষ্টা ব্যর্থ হয়। ভারতীয়রা পালটা ‘ভারত মাতা কি জয়’ ও ‘বন্দেমাতরম’ ধ্বনিতে তাঁদের স্লোগান ঢেকে দেন। ইতিমধ্যেই খলিস্তানিদের রুখে দেওয়ার সেই ছবি-ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
আসলে সাম্প্রতিক অতীতে অস্ট্রেলিয়ার নানা শহরে খলিস্তানিরা সংগঠন মজবুত করার চেষ্টা করছে বলেই সূত্র মারফৎ জানা যাচ্ছে। সম্প্রতি মেলবোর্নের স্বামীনারায়ণ মন্দিরে এবং দুটি এশিয়ান রেস্তোরাঁয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর আগে অ্যাডিলেডেও ২৩ বছর বয়সী এক ভারতীয়কে পার্কিং নিয়ে ঝামেলার জন্য মারধরের অভিযোগ রয়েছে খলিস্তানিদের বিরুদ্ধে। গতবছর ডিসেম্বর মাসেও মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ চলাকালীন খালিস্তানি সমর্থকরা টিকিট ছাড়াই স্টেডিয়ামে ঢুকে পড়ে এবং ভারত বিরোধী স্লোগান তোলে। মাঠে হাজির ভারতীয় ক্রিকেট ভক্তদের সঙ্গে অশান্তিতে জড়ান খলিস্তানপন্থীরা। অস্ট্রেলিয়ার মাটিতে খলিস্তানিদের এই বাড়বাড়ন্ত কিছুটা হলেও চিন্তায় রাখবে নয়াদিল্লিকে।