সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বর্ণমন্দিরে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে পুলিশের জালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। শুক্রবার শুভম দুবে নামে ওই ইঞ্জিনিয়ারকে ফরিদাবাদ থেকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর ল্যাপটপ, ফোন-সহ একাধিক গ্যাজেট।
গত সোমবার রাতে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির ইমেলে একটি হুমকিবার্তা পাঠানো হয়। বলা হয়, “বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে মন্দিরের লঙ্গর হল (যা দরবার সাহিব নামেও পরিচিত)। মৃত্যু হতে পারে বহু মানুষের।” এহেন হুমকিবার্তায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, বম্ব স্কোয়াড এবং উদ্ধারকারী দল। যদিও তল্লাশি সন্দেহজনক কিছুই উদ্ধার হয়নি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ভুয়ো হুমকিবার্তা পাঠানো হয়েছিল দুষ্কৃতীদের তরফে। এর পরই তদন্তে নামে পুলিশ।
পুলিশের তরফে জানানো হয়েছে, স্বর্ণমন্দিরে এর আগেও একাধিকবার এমন হুমকি ইমেল পাঠানো হয়েছে। যার ভিত্তিতে তদন্ত শুরু হয়। অমৃতসরের পুলিশ কমিশনার গুরপ্রীত সিংহ ভুল্লার জানিয়েছেন, অপরাধীর হদিশ পেতে পুলিশের সাইবার বিশেষজ্ঞ ও গোয়েন্দারা তদন্তে নামেন। গত কয়েকদিন ধরেই খোঁজ চলছিল কে বা কারা এই বার্তা পাঠাচ্ছে। অবশেষে শুক্রবার অপরাধীর নাগাল মেলে। ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার শুভমকে।
পুলিশের দাবি, এই শুভম শুধু স্বর্ণমন্দিরে নয় এর আগে, অমৃতসরের সাংসদ গুরজিত সিং ও মুখ্যমন্ত্রীর দপ্তরেও হুমকি মেল পাঠিয়েছিল। পুলিশের দাবি, ১৪ এবং ১৫ জুলাইয়ের মধ্যে মোট পাঁচটি হুমকি মেল পাঠানো হয়। ১৬ জুলাই স্বর্ণমন্দিরকে বোমায় ওড়ানোর হুমকি দিয়ে তিনটি মেল পাঠানো হয় এই অভিযুক্তের তরফে।