‘স্বর্গে রয়েছি…’, একুশের সভায় তৃণমূলে ‘ঘর ওয়াপসি’ একদা বিজেপি রূপাঞ্জনা মিত্রর

‘স্বর্গে রয়েছি…’, একুশের সভায় তৃণমূলে ‘ঘর ওয়াপসি’ একদা বিজেপি রূপাঞ্জনা মিত্রর

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ সালে লোকসভা ভোটের পর দিল্লিতে গিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন রূপাঞ্জনা মিত্র। তবে খুব কম সময়েই গেরুয়া শিবিরের প্রতি মোহভঙ্গ হয় অভিনেত্রীর! রূপাঞ্জনা অভিযোগ করেছিলেন, “বিজেপিতে থেকে রাজনীতি করা সম্ভব নয়।” এরপরই পদ্ম শিবিরের থেকে দূরত্ব বজায় রেখে চলা শুরু করেন রূপাঞ্জনা মিত্র। কাট টু ২০২৫ সালের একুশে জুলাই। তৃণমূলে ফিরে উচ্ছ্বসিত অভিনেত্রীর মন্তব্য, “কত দিন পর যেন খোলা হাওয়ায় শ্বাস নিচ্ছি।”

সোমবার একুশের শহীদ স্মরণ সভা উপলক্ষে সকাল থেকেই কলকাতার ব্যস্ততা যেন দ্বিগুণ। ঝাঁকে ঝাঁকে কর্মী-সমর্থকরা বিভিন্ন জেলা থেকে শহরে পা রেখেছেন সমাবেশে যোগ দেওয়ার জন্য। উপরন্তু, টলিপাড়ার কিছু তারকাদের দিকেও নজর ছিল। আগেভাগেই কানাঘুষো শোনা গিয়েছিল যে, একুশের সমাবেশে বেশ ক’জন তারকা তৃণমূলের যোগ দিতে পারেন। সেই জল্পনাকেই সত্যি করে রাজ্যের শাসকদলে যোগ দিলেন একদা বিজেপির সমর্থক রূপাঞ্জনা মিত্র। উল্লেখ্য, ২০১৯ সালে ঋষি কৌশিক, কাঞ্চনা মৈত্র, রূপাঞ্জনাদের পাশাপাশি আরও একঝাঁক টলিউড তারকা বিজেপি যোগ দিয়েছিলেন। সেবছরই অভিনেত্রী দাবি করেন, টলিউডের ‘লবিবাজি’র জন্য কাজ পাচ্ছেন না! তবে তারপর গেরুয়া শিবিরে গিয়েও অজ্ঞাত কিছু কারণে তাঁর মনোক্ষুণ্ণ হয় বলে শোনা গিয়েছিল। কিন্তু এবার সব সমস্যা মিটিয়ে তৃণমূলে ‘ঘর ওয়াপসি’ রূপাঞ্জনা মিত্রর।

গত ডিসেম্বর মাসেই যদিও অভিনেত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি হয়তো তৃণমূলে প্রত্যাবর্তন করতে পারেন। জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানি করার নির্দেশ দেওয়া হয়েছিল উনিশ সালে বিজেপিতে যোগ দেওয়া তারকাদের। তাতে সায় দেননি রূপাঞ্জনা মিত্র। আর সেই কারণেই বিজেপির সঙ্গে দূরত্ব তাঁর। সোমবার তৃণমূলের একুশের শহীদ স্মরণ মঞ্চে যোগ দিতে দেখা গেল তাঁকে। অভিনেত্রী এপ্রসঙ্গে জানিয়েছেন, মনে হচ্ছে স্বর্গে রয়েছি। বছর পাঁচেক রেজিমেন্টেড দলে কাটানোর পর আবার দিদির কাছে ফিরলাম। প্রত্যাবর্তনে মনে হচ্ছে কত দিন বাদে খোলা হাওয়ায় শ্বাস নিচ্ছি। পাশাপাশি রূপাঞ্জনা এও জানিয়েছেন যে, কিছু সমস্যা থাকলেও সেসব মিটে গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *