সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাতৃত্বের কথা ঘোষণা করেছিলেন প্রায় মাসখানেক আগে। সেই ঘোষণার পর এবার ফের নিজের ইউটিউব চ্যানেলে ফিরলেন নতুন ভিডিও নিয়ে অভিনেত্রী তথা হবু মা পরিণীতি চোপড়া। আট মাস আগে নিজের ইউটিউব চ্যানেলে শেষ ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। এবার সেই চ্যানেলেই ফের নতুন ভিডিও নিয়ে এসে অনুরাগীদের চমকে দিলেন রাঘবঘরনি।
ভিডিওতে অভিনেত্রীর বেবিবাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে। এই প্রথমবার প্রকাশ্যে এল গর্ভাবস্থায় পরিণীতির চেহারা। এই ভিডিওতে পরিণিতী নিজেই বলেন, “আট মাস আগে আমি এই চ্যানেলটি শুরু করেছিলাম। তখন আমি নিজে সত্যিই জানতাম না যে আমি এই চ্যানেলে কী কি করব। ঠিক কোন ধরনের ভিডিও দর্শককে দেব। সেই চ্যানেলের আটমাস হয়ে গেল। আমি আমার ব্যক্তিগত জীবনের সব কিছু এইরকম প্ল্যাটফর্মে শেয়ার করতে পারব না। রান্নার ভিডিও করতেও পারব না। তবে আমি যে ভিডিও পোস্ট করব তা সকলের মনে ধরবে, ভালো লাগবে।”
আগস্ট মাসে ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের উপর একটি মিষ্টি পোস্ট করেন অভিনেত্রী। তাতে লেখা ছিল ১+১=৩। সঙ্গে ক্যাপশনে লেখেন, “আসছে আমাদের ছোট্ট পৃথিবী। আমরা কতটা ধন্য, তা ভাষায় প্রকাশ করতে পারব না।” এছাড়া দু’জনের একসঙ্গে পথচলার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ওই মিষ্টি পোস্ট দেখে বেজায় খুশি হন অনুরাগীরা। শুভেচ্ছার জোয়ারে ভাসান হবু বাবা-মাকে অনুরাগীরা। আপাতত বাবা-মা হিসাবে নতুন দায়িত্ব পালনের প্রস্তুতি তাঁদের তুঙ্গে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন