স্ত্রী প্রয়াত হতেই বিশেষ ক্ষমতা সম্পন্ন দুই সন্তানকে ‘খুন’, পরে আত্মঘাতী প্রৌঢ়!

স্ত্রী প্রয়াত হতেই বিশেষ ক্ষমতা সম্পন্ন দুই সন্তানকে ‘খুন’, পরে আত্মঘাতী প্রৌঢ়!

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাদরা ও নগর হাভেলির সিলভাসায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। জানা যাচ্ছে, ৫৬ বছর বয়সি এক প্রবীণ তাঁর দুই বিশেষ ক্ষমতা সম্পন্ন সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছেন।

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম সুনীল ভাকরে। তাঁর দুই সন্তান, ১৮ বছরের ছেলে জয় ও ১০ বছরের মেয়ে আর্যাকে প্রথমে বিষ খাওয়ান। তারপর শ্বাসরোধ করে হত্যা করেন। পরে নিজের ভাড়াবাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

সিলভাসা পুলিশের তরফে জানানো হয়েছে, কয়েক সপ্তাহ আগেই সুনীলের স্ত্রীর মৃত্যু হয়। এরপরই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তাঁর দুই সন্তানেরই শারীরিক প্রতিবন্ধকতার সমস্যা ছিল। তাদের দেখাশোনার দায়িত্ব একা সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন সুনীল। একদিকে স্ত্রী-র ছেড়ে যাওয়ায় বিপর্যস্ত সংসার, অন্য়দিকে দুই অসুস্থ সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। সবটা মিলিয়ে বড়সড় সমস্যায় ছিলেন তিনি। মানসিক চাপ সহ্য করতে না পেরেই সুনীল এই চরম পদক্ষেপ নিয়েছেন বলেই মনে করছে পুলিশ।

ভাকরে পরিবারটির আদি বাড়ি মহারাষ্ট্রের রায়গড়ে। তবে তারা বিগত দুই দশক ধরে সিলভাসায় বসবাস করছিলেন। সুনীল ভাকরে এবং তাঁর সন্তানদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *