সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীর সঙ্গে কথা বলার অপরাধে লিভ ইন সঙ্গীকে খুন করার অভিযোগ উঠল তরুণীর বিরুদ্ধে। শনিবার রাতে এমন ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের ডিএলএফ ফেজ-৩ এলাকায়। এই ঘটনায় ওই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুগ্রামের বালিয়াশ জেলার বাসিন্দা বছর চল্লিশের হরিশ শর্মা বিগত এক বছর ধরে ২৭ বছরের যশমিত কৌরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। এলাকারই একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন তাঁরা। এদিকে হরিশ বিবাহিত গ্রামের বাড়িয়ে তাঁর স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। জানা গিয়েছে, কয়েকদিন ধরে অসুস্থ রয়েছেন হরিশের স্ত্রী। সে কারণেই স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখতেন হরিশ। মাঝেমধ্যেই স্ত্রীর সঙ্গে ফোনে কথাও বলতেন। ঘটনার দিন স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলছিলেন বলে জানা গিয়েছে। সেই সময় ঘরের মধ্যে ঢুকে পড়ে হরিশের লিভ ইন সঙ্গী যশমিত। স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলতে দেখে ছুরি নিয়ে হামলা চালান হরিশের উপর। ছুরির আঘাতে হরিশের বুকে গভীর ক্ষত তৈরি হয়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার সময় হরিশের বন্ধু বিজয় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। যশমিতকে গ্রেপ্তার করলেও বিজয়কেও সন্দেহের তালিকায় রেখেছেন তদন্তকারীরা। মৃতের ভাইপোর অভিযোগ, যশমিত ও বিজয় মিলে যড়যন্ত্র করে তাঁর কাকাকে খুন করেছে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছে যশমিত। ঘটনাস্থল থেকে একটি ছুরি ও রক্তমাখা টি-শার্ট উদ্ধার করা হয়েছে।