স্ত্রীর ছবি পোস্ট করতেই কটাক্ষের শিকার, নেটিজেনদের মোক্ষম জবাব শেফালীর স্বামী পরাগের

স্ত্রীর ছবি পোস্ট করতেই কটাক্ষের শিকার, নেটিজেনদের মোক্ষম জবাব শেফালীর স্বামী পরাগের

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৭ জুন প্রয়াত হয়েছেন কাটা লাগা গার্ল শেফালি জরিওয়ালা। মডেল অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে তাঁর অনুরাগীদের মনে যে ক্ষত তৈরি হয়েছে তা এখনও সারেনি। শোকাতুর অভিনেত্রীর পরিবার ও তাঁর স্বামী পরাগ ত্যাগী। এই বিভীষিকার ছায়া কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার লড়াই চলছে তাঁদের প্রতিমুহূর্তে। প্রয়াত স্ত্রীর সঙ্গে বিভিন্ন আদুরে ছবি পোস্ট করে তাঁর স্মৃতিতে বুঁদ হচ্ছেন শেফালির স্বামী পরাগ ত্যাগী।

বুধবার ইনস্টাগ্রামে পরাগ একটি পোস্ট করেছিলেন, সেখানে দেখা যাচ্ছিল একে অপরের দুটি হাত ধরে রয়েছেন। বোঝাই যাচ্ছে পরাগ ও শেফালীর ছবি এটি। আর ঠিক তারপরের ছবিতে দেখা যাচ্ছিল তাঁর ও শেফালীর হাতের সঙ্গে রয়েছে তাঁদের পোষ্যর হাত। এভাবেই নিজেদের ভালো সময়ের স্মৃতিচারণা করেছেন পরাগ। ক্যাপশনে লিখেছেন, ‘সারাজীবনের জন্য একসঙ্গে’। আর সেখানেই ধেয়ে এসেছে নেটিজেনদের নানা মন্তব্য। সেখানেই কেউ কেউ বলেছেন, ‘শেফালীর মৃত্যুর প র তাঁর ছবি পোস্ট করে আপনি জনপ্রিয় হতে চাইছেন।’ তবে এই প্রথম নয়। এর আগেও শেফালীর মৃত্যুর পর পরাগের দিকে ধেয়ে এসেছে নানা কুমন্তব্য। তবে এই প্রথম নয় এর আগেও পরাগের দিকে ধেয়ে এসেছে বিভিন্ন সময়ে নানা কটাক্ষ। এবার সেই নিয়েই মুখ খুললেন তিনি। কী বললেন পরাগ?

 
 
 
 
 
View this put up on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parag Tyagi (@paragtyagi)

এদিনের পোস্টের মন্তব্যের প্রেক্ষীতে পরাগ লেখেন, ‘যাঁরা আমাকে লাগাতার কটাক্ষ করে চলেছেন তাঁদের উদ্দেশ্যে বলছি। আমার পরী সোশাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাকটিভ ছিল। যদিও আমি কখনই সোশাল মিডিয়ায় সেভাবে অ্যাকটিভ ছিলাম না এর আগে। কিন্তু আমার পরীকে এভাবে তাঁর ভক্তদের কাছে বাঁচিয়ে রাখতে ওঁর অবর্তমানে আমি ওঁর ছবি পোস্ট করব সোশাল মিডিয়ায়। কারণ পরী সোশাল মিডিয়া ব্যবহার করত ভালোবাসতো। আপনারা যাঁরা আমার নামে কুৎসা রটাচ্ছেন তাঁদের কোনও মন্তব্যেই আমার কিছু যায় আসে না।’





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *