স্ত্রীকে লুকিয়ে প্রেমিকার সঙ্গে কনসার্টে! ‘পরকীয়া’ ধরিয়ে দিল কোল্ডপ্লে, বিপাকে বিখ্যাত সংস্থার CEO

স্ত্রীকে লুকিয়ে প্রেমিকার সঙ্গে কনসার্টে! ‘পরকীয়া’ ধরিয়ে দিল কোল্ডপ্লে, বিপাকে বিখ্যাত সংস্থার CEO

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীকে লুকিয়ে প্রেমিকার সঙ্গে গিয়েছিলেন কনসার্টে। কিন্তু সেখানকার ক্যামেরায় ধরা পড়ে গেল তাঁদের ঘনিষ্ঠতা! বিখ্যাত সংস্থার সিইওর সঙ্গে এইচআর হেডের পরকীয়ার ভিডিও ভাইরাল হতেই নেটদুনিয়ায় জোর চর্চা চলছে দু’জনকে নিয়ে। তবে হাতেনাতে ধরা পড়েও মুখে কুলুপ এঁটেছেন দু’জনে।

বুধবার বস্টনে কোল্ডপ্লে’র শো চলাকালীন দেখা যায়, একে অপরকে জড়িয়ে ধরে কনসার্ট উপভোগ করছেন বিখ্যাত সংস্থা অ্যাস্ট্রোনমারের সিইও অ্যান্ডি বায়রন এবং সংস্থার এইচ আর হেড ক্রিস্টিন ক্যাবো। কিন্তু কনসার্টে থাকা কিস ক্যাম তাঁদের দিকে তাক করতেই মুখ লুকিয়ে ফেলেন যুগল। আড়াল হওয়ার চেষ্টা দেখে মজার ছলে কটাক্ষও করেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। তিনি বলেন, “হয় এরা পরকীয়া করছে নয়তো বড্ড বেশি লাজুক।” সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

ভিডিও ভাইরাল হতেই যুগলকে চিনে ফেলেন নেটিজেনরা। আমেরিকার বিখ্যাত ডেটাঅপস সংস্থার সিইও এই অ্যান্ডি। কর্পোরেট সংস্থায় উচ্চপদে রয়েছেন অ্যান্ডির স্ত্রী মেগান কেরিগানও। দুই সন্তান রয়েছে তাঁদের। কিন্তু কোল্ডপ্লে কনসার্টে স্বামীর পরকীয়া হাতেনাতে ধরতে পেরেই ফেসবুকে নিজের প্রোফাইল থেকে পদবি সরিয়ে দিয়েছেন মেগান। ঘনিষ্ঠমহলের মতে, এবার ডিভোর্সের মামলা দায়ের করতে পারেন তিনি।

অন্যদিকে অ্যাস্ট্রোনমারের এইচআর হেড ক্রিস্টিন অবশ্য বর্তমানে ডিভোর্সি। ২০২২ সালে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। দীর্ঘদিন ধরেই অ্যাস্ট্রোনমারে কর্মরত ক্রিস্টিন। সেই সূত্রে লিংকডইন প্রোফাইলে ক্রিস্টিনের ভূয়সী প্রশংসাও করেছিলেন অ্যান্ডি। তবে তাঁদের পরকীয়া হাতেনাতে ধরা পড়তেই সেই পোস্ট ডিলিট করা হয়েছে। তবে ভাইরাল ভিডিও নিয়ে দু’জনের তরফে কিছুই জানানো হয়নি। নেটদুনিয়ার অনেকেই অ্যান্ডির স্ত্রী প্রতি সমবেদনা জানিয়েছেন। অনেকের মতে, যেভাবে দু’জনে মুখ লুকিয়েছেন তাতে স্পষ্ট যে ওঁরা জানতেন এইভাবে সম্পর্ক রাখা ঠিক নয়। তা সত্ত্বেও কেন এই সম্পর্ক? প্রশ্ন নেটিজেনদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *