সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ছিলেন কেরলে। স্ত্রী ছিলেন তামিলনাড়ুতে। তাই স্ত্রীকে মারতে ৮৩ কিমি পথ গাড়ি চালিয়ে যান প্রৌঢ়। সেখানে গুলি করে খুন করেন স্ত্রীকে। এরপর বাড়ি ফিরে গুলি চালিয়ে আত্মঘাতী হন ওই প্রৌঢ়! শুনে সিনেমার গল্প মনে হলেও এই হাড়হিম ঘটনা বাস্তবেই ঘটেছে। এই কাণ্ড কেরলের। তদন্ত জারি রেখেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম কৃষ্ণকুমার ও সঙ্গীতা। বছর বাহান্নর ওই ব্যক্তির বাড়ি কেরলের বানদাজহিতে। আগে তিনি কাজ করতেন মালয়েশিয়ায়। তখন তাঁর সঙ্গেই থাকতেন সঙ্গীতা। কিন্তু দেশে ফিরলে দু’জনের মধ্যে দূরত্ব তৈরি হয়। যা বড় আকার নেয় সঙ্গীতার তামিলনাড়ুর কোয়েম্বাটুরে চলে যাওয়ার পর। সেখানে একটি বেসরকারি স্কুলে চাকরি নেন তিনি। বিষয়টি মোটেই ভালোভাবে নেননি কৃষ্ণকুমার। অশান্তি চরমে ওঠে দু’জনের মধ্যে। স্ত্রীকে খুনের পরিকল্পনা করে ফেলেন তিনি।
এই ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, সোমবার কেরলের বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হন কৃষ্ণকুমার। গাড়ি চালিয়ে ৮৩ কিমি পথ পেরিয়ে চলে যান কোয়েম্বাটুরে। সেখানে সঙ্গীতার সঙ্গে তুমুল বচসা বাঁধে। অভিযোগ, তারপরই গুলি করে স্ত্রীকে খুন করেন কৃষ্ণকুমার। এরপর বাড়ি চলে এসে বাবার সামনেই গুলি চালিয়ে আত্মঘাতী হন কৃষ্ণকুমার। ঘটনার খবর পেয়ে দুটি জায়গা থেকে দেহগুলো উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জেনেছে, সঙ্গীতা অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তাই আইনি বিচ্ছেদের পথে হাঁটতে চেয়েছিলেন। ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।