স্টেট ইয়ুথ লিগে সেরা ভবানীপুর, অনূর্ধ্ব-১৩ বিভাগে চ্যাম্পিয়ন বিএফএ

স্টেট ইয়ুথ লিগে সেরা ভবানীপুর, অনূর্ধ্ব-১৩ বিভাগে চ্যাম্পিয়ন বিএফএ

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


স্টাফ রিপোর্টার: এই প্রথমবার আইএফএ ইয়ুথ স্টেট লিগ আয়োজন করেছিল। প্রথমবারই অনূর্ধ্ব-১৫ বিভাগে চ্যাম্পিয়ন হল ভবানীপুর ক্লাব। শনিবার ফাইনালে তারা দক্ষিণ দমদম মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমিকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে।

এদিন ম্যাচের ৮৬ মিনিটে ভবানীপুরের হয়ে জয়সূচক গোলটি করেন সুখদেব মোহালি। দু’বছর আগে নার্সারি লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিল এই সুখদেব। এই প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আগামী মরশুমে এআইএফএফের অনূর্ধ্ব-১৫ ইয়ুথ লিগ খেলার ছাড়পত্র পেল ভবানীপুর ক্লাব। চ্যাম্পিয়ন হওয়ার পর ভবানীপুর ক্লাবের ইয়ুথ দলের প্রধান রাতুল সরকার বলেন, “দলের এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে টুটু বোস ও সৃঞ্জয় বোসের আন্তরিক সহযোগিতায়।” এই মরশুমে ইয়ুথ স্টেট লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগেও ফাইনালে উঠেছিল ভবানীপুর ক্লাবের খুদেরা। অনূর্ধ্ব-১৫ ইয়ুথ স্টেট লিগের গ্রুপ পর্বের ন’টি ম্যাচের মধ্যে আটটি জিতেছে ভবানীপুর। গ্রুপ পর্বে এই দক্ষিণ দমদমের কাছেই হেরেছিল তারা। ফাইনালে সেই দলকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছে সুখদেবরা। সুপার সিক্সের ছ’টি ম্যাচেই অপরাজিত ছিল ভবানীপুর। তারমধ্যে পাঁচটি জয় এবং একটি ড্র করেছে তারা। প্রতিযোগিতায় মোট পনেরোটি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচেই হেরেছে তারা। এই মরশুমে মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৪ লা লিগা ইয়ুথ টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হয়েছে ভবানীপুরের খুদেরা।



অনূর্ধ্ব-১৩ স্টেট ইয়ুথ লিগ জিতল বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি।

 

অনূর্ধ্ব-১৩ স্টেট ইয়ুথ লিগে চ্যাম্পিয়ন হল বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি। গঙ্গারামপুর কেইউসিটি মাঠে ফাইনালে ৪-০ গোলে ভবানীপুর ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিএফএ’র খুদেরা। ফাইনালে জয়ী দলের হয়ে গোল করেছে রোহিত গাজি, রোহিত টুডু, অঙ্কুশ পাল ও সম্রাট দাস। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস দলের কোচ, ফুটবলার, কর্তাদের অভিনন্দন জানিয়েছেন।

এই ভবানীপুর ক্লাবের কাছেই গ্রুপ পর্বের ম্যাচে ২-১ গোলে হারতে হয়েছিল বিএফএ’কে। এই প্রতিযোগিতার গ্রুপ পর্ব থেকেই ধারাবাহিকতা দেখিয়ে এসেছে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির খুদেরা। লিগ পর্বের ন’টি ম্যাচের মধ্যে সাতটি ম্যাচে জয়, একটি ড্র ও একটি হেরেছে তারা। গ্রুপ পর্ব মসৃণভাবে এগোলেও সুপার সিক্সে সেই তুলনায় কিছুটা লড়াই করতে হয়েছে রোহিতদের। সুপার সিক্সে দু’টি জয়, একটি ড্র ও একটি হেরেছে বিএফএ। সেমিফাইনালে পানিহাটি ফ্যাশন জোনকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠে এসেছিল তারা। বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির রোহিত টুডু এই প্রতিযোগিতায় সাতটি গোল করেছে। এই মরশুমে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ুথ স্পোর্টসের অনূর্ধ্ব-১৭ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি অনূর্ধ্ব-১৫ বিভাগে রানার্স হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *