সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরের ম্যাকনেল স্টুডিও। এই স্টুডিওতেই চলছে এই মুহূর্তে বুলেট সরোজিনীর শুটিং।
ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা?শুটিং ফ্লোরের ঠিক কী পরিস্থিতি এই মুহূর্তে তা জানতেই সংবাদ প্রতিদিন ডিজিটাল যোগাযোগ করেছিল বুলেট সরোজিনী-এর অভিনেতা অভিষেক বীর শর্মার সঙ্গে। অভিনেতা জানান, “আমাদের ‘বুলেট সরোজিনী’-এর শুটিং ফ্লোরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে স্টুডিওর অন্যান্য শুটিং ফ্লোরগুলি একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। শুক্রবার আমাদের শুটিং বন্ধ রয়েছে। শনিবার থেকে ফের শুটিং শুরু হবে।”
উল্লেখ্য, এর আগে ওই স্টুডিওতে শুটিং হয়েছে ‘দুই শালিক’, ‘মালাবদল’-এর মতো জনপ্রিয় ধারাবাহিক। জানা যাচ্ছে, শেষ হয়ে যাওয়া ওই ধারাবাহিকের সেটগুলিই সবথেকে বেশি ক্ষতি হয়েছে।