স্টয়নিসের অবসরের পর চোটে ছিটকে গেলেন কামিন্স, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চাপে অস্ট্রেলিয়া

স্টয়নিসের অবসরের পর চোটে ছিটকে গেলেন কামিন্স, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চাপে অস্ট্রেলিয়া

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কাই সত্যি হল। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে খেলছেন না তিনি। নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ। তার মধ্যেই কামিন্সের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করে দিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এদিনই আচমকা ওয়ানডে থেকে অবসর নিয়েছেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চাপ বাড়ছে অজিদের।

আর শুধু কামিন্স নন। চোটের জন্য আইসিসি টুর্নামেন্টে নেই জস হ্যাজেলউড ও মিচ মার্শ। সেই নিয়ে অস্ট্রেলিয়া বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, ‘দুর্ভাগ্যজনক ভাবে প্যাট (কামিন্স), জস (হ্যাজেলউড) ও মিচ (মার্শ) চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চোট সারিয়ে উঠতে পারবে না। হতাশার মধ্যে ভালো দিক যে, নতুন প্লেয়াররা এই টুর্নামেন্টে নিজেদের তুলে ধরার সুযোগ পাবে।’

শ্রীলঙ্কার বিরুদ্ধে পিতৃত্বকালীন ছুটির জন্য খেলছেন না কামিন্স। তবে তার একটা বড় কারণ গোড়ালির চোটও। আর সেটাই ছিটকে দিল অজি অধিনায়ককে। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার সম্ভাব্য অধিনায়ক হিসেবে উঠে আসছে স্টিভ স্মিথ ও ট্যাভিস হেডের নাম। স্মিথের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। শ্রীলঙ্কাতেও তাঁর কাঁধেই দায়িত্ব। অন্যদিকে ফর্মে থাকা ও স্মিথের থেকে কম বয়সি হেডকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে দেখা হচ্ছে বলেই অনুমান।

এদিনই আচমকা ওয়ানডে থেকে অবসর নিয়েছেন তারকা অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জনের দলেও ছিলেন তিনি। তাঁরও বিকল্প খুঁজতে হবে অস্ট্রেলিয়াকে। বর্ডার গাভাসকর ট্রফির সময়ই চোট পেয়েছিলেন হ্যাজেলউড। পরে বাদ পড়েন মার্শ। এবার খোদ অধিনায়কই দলের বাইরে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *