সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামাজিক মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীকে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার আড়ংঘাটা এলাকায়। দুর্গাপুজোর সময়ে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক ধানতলা থানার আড়ংঘাটা এলাকার বাসিন্দা। বেশ কয়েক দিন আগে ফেসবুক লাইভে এসে ওই যুবক ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কুরুচিপূর্ণ, অসম্মানজনক কথা বলেন! শুধু তাই নয়, গালিগালাজও করা হয় বলে অভিযোগ। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। সেই ভিডিও ক্রমে ভাইরাল হতে শুরু করে। সামাজিক মাধ্যমে ওই যুবকের বক্তব্যের প্রতিবাদ করেন নেটিজেনরা।
ওই ভিডিওর কথা জানতে পারেন অভিযুক্তের প্রতিবেশীরাও। তাঁরাও প্রতিবাদে সরব হন। সেনাবাহিনী কর্মে অবিচল হওয়ায় দেশের নাগরিকরা সুরক্ষিত থাকেন। সেখানে কীভাবে একজন সাধারণ নাগরিক এভাবে সেনাবাহিনী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করতে পারেন? সেই প্রশ্নও ওঠে। ধানতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। গতকাল, শুক্রবার রাতে বাড়িতে হানা দেয় পুলিশ। সেনাবাহিনীর জওয়ানরা দেশের সীমান্তের নিরাপত্তার দায়িত্বে থাকেন। গ্রেপ্তার করা হয় তাঁকে। আজ, শনিবার তাঁর কৃতকর্মের জন্য দুঃখপ্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন অভিযুক্ত। এদিন ধৃতকে রানাঘাট আদালতে তোলা হয়।