সোনায় বাঁধানো পাতা! বরানগরের স্কুলে দুষ্প্রাপ্য বাইবেল সংরক্ষণে বিধানসভায় আবেদন সায়ন্তিকার

সোনায় বাঁধানো পাতা! বরানগরের স্কুলে দুষ্প্রাপ্য বাইবেল সংরক্ষণে বিধানসভায় আবেদন সায়ন্তিকার

রাজ্য/STATE
Spread the love


অর্ণব দাস, বারাকপুর: দেড়শো বছরেরও বেশি পুরনো দুষ্প্রাপ্য বাইবেল। সোনায় বাঁধানো তার পাতাগুলি। হরফ প্রায় ফিকে হয়ে এসেছে। কিন্তু তার মূল্য তো অপরিসীম। ঐতিহাসিক গুরুত্বের দিক থেকে তার সংরক্ষণও প্রয়োজন। বাংলার এক প্রাচীন স্কুলে সেই মহামূল্যবান ‘রতন’ খুঁজে পেলেন তৃণমূলের তারকা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ইতিহাসকে বাঁচাতে বিধানসভায় আবেদন জানালেন বরানগরের বিধায়ক। তাঁর আশা, প্রাচীন বাইবেলটির গুরুত্ব বিবেচনা করে তা সংরক্ষণে এগিয়ে আসবে রাজ্য সরকার।

সরস্বতী পুজোয় নিজের এলাকার বিভিন্ন স্কুলে গিয়েছিলেন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বরানগরের পুরনো স্কুল রাজকুমারী গার্লস হাই স্কুলে গিয়ে তাঁর চোখে পড়ে দুষ্প্রাপ্য বাইবেলটি। জেনে নেন তার চমকপ্রদ ইতিহাস। জানতে পারেন, ‘PRACTICAL AND EXPLANATORY COMMENTARY ON THE NEW TESTAMENT OF THE HOLY BIBLE BY REV EDWARD HENRY BICKERSTETH’ নামে ওই বাইবেলটির মাত্র দুটি কপি রয়েছে এশিয়ায়, বলা ভালো, দুটিই রয়েছে ভারতে। একটি ১৮৬৫ সালে প্রতিষ্ঠিত রাজকুমারী স্কুলের লাইব্রেরিতে, অন্যটি গোয়ার একটি চার্চে। বইয়ের পাতা সোনা দিয়ে বাঁধানো। তাই তা যথাযথ বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণের প্রয়োজন আছে বলে মনে করছেন সায়ন্তিকা।

দুষ্প্রাপ্য বাইবেলটি বিধানসভায় দেখালেন সায়ন্তিকা।

বিধানসভায় অধিবেশন চলাকালীন বরানগরের তারকা বিধায়ক স্পিকারের কাছে আবেদন জানান, ”আজ আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট দপ্তরের কাছে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পত্তিকে বাঁচানোর জন্য দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি যে বিধানসভার প্রতিনিধিত্ব করি, সেই বরানগরে ১৮৬৫ সালের ১৯ মার্চ, রাজকুমারী মেমোরিয়াল গার্লস নামের হাই স্কুলটি মহান সমাজ সংস্কারক, ব্রাহ্ম সমাজের অগ্রগণ্য নেতা এবং জনহিতৈষী সেবাব্রত শশীপদ বন্দ্যোপাধ্যায় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। যিনি সেই সময় উপেক্ষিত ভারতীয় নারীদের অধিকার এবং উচ্চশিক্ষা সুনিশ্চিত করার লড়াইতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। তিনি ইংল্যান্ডের ব্রিস্টলের একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক মিস মেরি কার্পেন্টারের সংস্পর্শে আসেন। মিস কার্পেন্টার ছিলেন এই স্কুল প্রতিষ্ঠার পেছনে অন্যতম অনুপ্রেরণা। তাঁর আমন্ত্রণ পেয়ে, স্বর্গীয় শশীপদবাবু তার স্ত্রী রাজকুমারী দেবীর সঙ্গে জাহাজে করে ইংল্যান্ডে যান এবং মিস কার্পেন্টার স্বর্গীয় বন্দ্যোপাধ্যায়কে একটি প্রাচীন বাইবেল উপহার দেন যার নাম ‘PRACTICAL AND EXPLANATORY COMMENTARY ON THE NEW TESTAMENT OF THE HOLY BIBLE BY REV EDWARD HENRY BICKERSTETH’।”

এবিষয়ে আরও তথ্য দিয়ে সায়ন্তিকা জানান, বইটি প্রকাশনা হয়েছিল সিটি রোড এবং আইভি লেনের কোম্পানি লিমিটেড দ্বারা। এটি এই বিদ্যালয়ের অন্যতম সবচেয়ে মূল্যবান সম্পত্তি। এই বিশেষ সংস্করণের শুধুমাত্র এই দুটি কপি সমগ্র এশিয়ায় রয়েছে। এই বাইবেলের আরেকটি কপি গোয়ার একটি গির্জায় রাখা হয়েছে। এই বইটির পাতা গুলি সোনা দিয়ে বাঁধানো। তাই সঠিক বৈজ্ঞানিক ভিত্তিতে রক্ষণাবেক্ষণের অভাবে এই পৃষ্ঠাগুলির দ্রুত তার আয়ু হারাচ্ছে এবং আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিধায়কের আবেদন, ”আমি অনুরোধ করছি, যদি মূল্যবান কালজয়ী সম্পদকে আমাদের রাজ্যের ঐতিহ্যশালী সম্পদ হিসেবে সংরক্ষণ করতে পারি তাহলে পরবর্তী প্রজন্ম এটির গৌরব ও বিশাল ঐতিহাসিক মূল্যের সাক্ষী থাকতে পারে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *