সেলিমই সিপিএমের রাজ্য সম্পাদক, বাদ সুশান্ত-বিকাশ-কলতান, বিতর্ক এড়াতেই কি ছাঁটাই?

সেলিমই সিপিএমের রাজ্য সম্পাদক, বাদ সুশান্ত-বিকাশ-কলতান, বিতর্ক এড়াতেই কি ছাঁটাই?

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিন্দুমাত্র অভিযোগ থাকলেই বাদ পড়তে হবে। সংশোধনের পথে হেঁটে রাজ্য সম্মেলনের শেষদিনে নতুন করে রাজ্য কমিটি গঠিত হল সিপিএমে। তাতে দেখা যাচ্ছে, দুই বিতর্কিত নেতা সুশান্ত ঘোষ, বিকাশরঞ্জন ভট্টাচার্য  ও কলতান দাশগুপ্ত বাদ পড়েছেন রাজ্য কমিটি থেকে। বাদ গেলেন দার্জিলিংয়ে সিপিএমের জেলা সম্পাদক জীবেশ সরকার। ২০২৬ সালের আগে নির্বাচনকে সামনে রেখে মুখে ছাত্র ও যুবদের কথা বললেও ৮০ জনের রাজ্য কমিটিতে নতুন বা তরুণ মুখ নেই। তবে মহিলাদের সংখ্যা বাড়ানো হল। সর্বসম্মতিক্রমে এবার দলের রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন মহম্মদ সেলিম।

গুঞ্জন ছিলই। মহিলার সঙ্গে সম্পর্ক সংক্রান্ত জটিলতার অভিযোগ শীর্ষ নেতৃত্বের কানে পৌঁছতেই দল থেকে সাময়িক সাসপেন্ড করা হয়েছিল সুশান্ত ঘোষকে। জেলমুক্তির পর তাঁকে পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদকের দায়িত্ব দিলেও সেই পদ থেকে কার্যত বসিয়ে দেওয়া হয়। জল্পনা ছিল, কঙ্কাল কাণ্ডের ‘নায়ক’ সুশান্ত ঘোষের রাজ্য কমিটির সদস্যপদটাও থাকবে কি না, তা নিয়ে। রাজ্য সম্মেলনের পর জানা গেল, বাদ পড়েছেন সুশান্ত ঘোষ। এমনকি জেলা কমিটির সদস্যও নন তিনি। তাঁর বদলে পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক হলেন বিজয় পাল।

অন্যদিকে, আর জি কর নিয়ে আন্দোলনের সময় ভাইরাল অডিও বিতর্কে জড়িয়ে পড়ার কারণে আর  রাজ্য কমিটিতে রইলেন না কলকাতার যুব নেতা কলতান দাশগুপ্ত। বয়সের কারণে  রাজ্য কমিটি থেকে বাদ পড়লেন বর্ষীয়ান নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য, জীবেশ সরকার, অশোক ভট্টাচার্য। অশোক-জীবেশ বাদ পড়ায় উত্তরবঙ্গে সিপিএমের কোনও পরিচিত মুখই আর রইল না রাজ্য কমিটিতে। বাঁকুড়ার প্রবীণ নেতা অমিয় পাত্রকেও বাদ দেওয়া হল। তবে তাঁকে রাজ্য কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য করা হয়েছে।

চারদিনের সম্মেলনের পর তৈরি ৮০ জনের রাজ্য কমিটিতে রয়েছেন ১৪ জন মহিলা সদস্য। দেবলীনা হেমব্রম থেকে মীনাক্ষী মুখোপাধ্যায়, জাহানারা খানরা রয়েছেন কমিটিতে। নতুন মুখের সংখ্যা মোট  ১১।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *