সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর হিরের গয়নায় সাজলেন শ্রীভূমির মাতৃপ্রতিমা

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর হিরের গয়নায় সাজলেন শ্রীভূমির মাতৃপ্রতিমা

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি বছর পুজোয় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। থিম, মণ্ডপসজ্জা, প্রতিমা নিয়ে পুজোর বহু আগে থেকে শুরু হয় আলোচনা। এবার থিমের চমকে কোনও ব্যতিক্রম নেই। তবে চলতি বছরের ইউএসপি প্রতিমার গয়না। কারণ, সেনেট হাউস অফ সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডসের হিরের গয়নায় সাজলেন দুর্গা। এই প্রথমবার ল্যাব গ্রোন ডায়মন্ড দিয়ে গয়না তৈরি করা হয়। এই ধরনের হিরে পরিবেশবান্ধব। এছাড়া দামের নিরিখেও সাধ্যের মধ্যেই। শ্বেতশুভ্র দুর্গার গায়ে হিরের গয়না দেখে মুগ্ধ দর্শনার্থীরা। এছাড়া কল্যাণীর লুমিনাস ক্লাবের প্রতিমাও এই সংস্থার গয়নায় সেজেছে। 

Srebhumi-Durga
সেনেট হাউস অফ সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডসের হিরের গয়নায় সাজলেন শ্রীভূমির দুর্গা

শংকর সেনের হাত ধরে ১৯৯৪ সালে সেনকো গোল্ড অ্যান্ড প্রাইভেট লিমিটেডের পথচলা শুরু। নিত্যনতুন ডিজাইনের গয়না মহিলাদের হৃদয় জয় করেছে বিখ্যাত গয়না প্রস্তুতকারক সংস্থা। ২০০৭ সালে সেনকো গোল্ড লিমিটেড থেকে প্রাইভেট লিমিটেড সংস্থার রূপ নেয়। সংস্থার চেয়ারপার্সন রঞ্জনা সেন। ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও শুভঙ্কর সেন। ডিরেক্টর এবং হেড অফ মার্কেটিং অ্যান্ড ডিজাইন জয়িতা সেন। বর্তমানে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডসের কলকাতা-সহ ১৮টি রাজ্যে ১৭৫টিরও বেশি স্টোর রয়েছে। প্রতিটি গয়নায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার ছোঁয়া। হাতের বালা, চুড়ি থেকে কানের দুল, নাকছাবি, হার, মঙ্গলসূত্র রয়েছে সব কিছু। শুধু শোরুমে গিয়ে নয়, চাইলে দেশের যেকোনও প্রান্ত থেকে অনলাইনে বিখ্যাত এই সংস্থার গয়না কিনতে পারেন। পুজোয় আপনিও ‘অপূর্ব’ কালেকশনের গয়নায় সেজে উঠুন। হয়ে উঠুন অপরূপা। নিচের লিংকে ক্লিক করেই কিনতে পারেন গয়না।  https://sencogoldanddiamonds.com/jewellery/category/aparupa-collection

সেই বিখ্যাত সংস্থার গয়না পরেই এবার সাজলেন লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রতিমা। এবার এই মণ্ডপের থিম নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। নিউ জার্সির বিশাল এলাকা জুড়ে শ্বেতপাথরে তৈরি এই মন্দির খুব বেশি পুরনো নয়। তবে মাহাত্ম্য এবং সৌন্দর্যে তা খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। আর তাই এবছর সেই মন্দিরকেই থিম হিসেবে বেছে নিয়েছেন শ্রীভূমির কর্তারা। ২০২৪ সালে লেকটাউনের এই মণ্ডপের মাধ্যমে একটুকরো তিরুপতি বালাজি মন্দির যেন উঠে এসেছিল কলকাতার বুকে। প্রতিবারই মহালয়া থেকে সেখানে উপচে পড়ে দর্শকদের ভিড়। এবারও যে তার ব্যতিক্রম হবে না, সে বিষয়ে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী ছিলেন উদ্যোক্তারা। আর হলও তাই। রবিবাসরীয় সন্ধ্যা থেকে শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল হপিংয়ের ভিড়। মণ্ডপসজ্জা, প্রতিমার পাশাপাশি প্রতিমার গয়নাও যে সকলের আলাদা করে নজর টানছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ







Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *