সেঞ্চুরি মিস করেও রেকর্ড যশস্বীর, ভাঙলেন ৫১ বছরের পুরনো নজির

সেঞ্চুরি মিস করেও রেকর্ড যশস্বীর, ভাঙলেন ৫১ বছরের পুরনো নজির

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এজবাস্টনে শতরানের থেকে ১৩ রান দূরে আউট হয়ে সাজঘরে ফিরেছেন যশস্বী জয়সওয়ালকে। এর সঙ্গে তিনি হাতছাড়া করেছেন রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র শেহওয়াগের রেকর্ড ভাঙার সুযোগ। তাছাড়াও সুনীল গাভাসকরকেও অল্পের জন্য টপকে যেতে পারেননি তিনি। তা সত্ত্বেও ৫১ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।

বার্মিংহামের এজবাস্টনে ভারতীয় ওপেনার হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে তিনি ভেঙেছেন সুধীর নায়েকের ৫১ বছরের পুরনো রেকর্ড। ১৯৭৪ সালের জুলাইয়ে মাইক ডেনেসের ইংল্যান্ডের বিপক্ষে ১৬৫ বলে ৭৭ রান করেছিলেন সুধীর। বুধবার, ২৩ বছর বয়সি এই খেলোয়াড় টি সেশনের আগে ১০৭ বলে ৮৭ রান করেন। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১৩টি চার দিয়ে। এরপর ইংরেজ অধিনায়ক বেন স্টোকস তাঁর উইকেট নেন।

এজবাস্টনে সর্বোচ্চ রান করা ভারতীয় ওপেনাররা
যশস্বী জয়সওয়াল: ৮৭ (চলতি টেস্ট)
সুধীর নায়েক: ৭৭ (১৯৭৪)
সুনীল গাভাসকর: ৬৮ (১৯৭৯)
চেতেশ্বর পূজারা: ৬৬ (২০২২)
সুনীল গাভাসকর: ৬১ (১৯৭৯)

দ্বিতীয় টেস্টে আর ৯৭ রান করলেই দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসেবে ২০০০ রান করে ফেলবেন যশস্বী। যে রেকর্ড ১৯৭৬ সালে গড়েছিলেন সুনীল গাভাসকর। তিনি ২০০০ রান করেছিলেন ২৩টি টেস্টে। তবে দ্বিতীয় ইনিংসে ১০ রান করলে তার রেকর্ডের সমান করার সুযোগ এখনও রয়েছে। এর পিছনে রয়েছেন রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র শেহওয়াগ। তাঁরা দুজনেই ২৫টি টেস্টে ২০০০ রান করেছিলেন। ইনিংসের ক্ষেত্রেও দুই তারকা ক্রিকেটারকে স্পর্শ করার সুযোগ থাকছে যশস্বীর কাছে। দু’জনেই ৪০ ইনিংসে ২০০০ রান করেছিলেন। যশস্বী খেলেছেন ৩৯টি ইনিংস। উল্লেখ্য, ভারত ৪ উইকেটে ২০০ পার করে বড় ইনিংসের পথে। এদিনও উজ্জ্বল শুভমান গিল। রীতিমতো ধৈর্যের পরীক্ষা দিয়ে হাফসেঞ্চুরি করেছেন ভারত অধিনায়ক। তবে ব্যর্থ হয়েছেন ঋষভ পন্থ (২৫)। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *