সুমন করাতি, হুগলি: পহেলগাঁওতে জঙ্গি হামলায় প্রাণহানি। তারই মাঝে উধমপুরে জঙ্গির গুলিতে বাংলার বীর সন্তান সেনা জওয়ান শহিদ। আবার এই আবহে পাকিস্তানে বন্দি ভারতের বিএসএফ জওয়ান। তিনিও বঙ্গসন্তান। সময় যত গড়াচ্ছে, ততই বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে বিএসএফের ডিজি’র সঙ্গে রিষড়ার ভূমিপুত্রকে নিয়ে ফোনে কথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে সেকথা জানান শ্রীরামপুরের সাংসদ।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]