‘সুশান্তের মতোই কার্তিককে টার্গেট করেছিল’, বলিউডের ‘রাঘব বোয়াল’দের নিয়ে বিস্ফোরক গায়ক!

‘সুশান্তের মতোই কার্তিককে টার্গেট করেছিল’, বলিউডের ‘রাঘব বোয়াল’দের নিয়ে বিস্ফোরক গায়ক!

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মতো কার্তিক আরিয়ানের কেরিয়ার ধ্বংস করে দিতে চেয়েছিলেন বলিউডের তাবড় তারকারা। স্বজনপোষণের জন্য শিল্পীদের নাস্তানাবুদ হওয়ার খবর ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন নয়! এবার বলিউডের জনপ্রিয় গায়কের দাবি, “ইন্ডাস্ট্রির রাঘব বোয়ালরা নাকি একইভাবে কার্তিক আরিয়ানকেও টার্গেট করেছিল। শেষ করে দিতে চেয়েছিল কার্তিকের কেরিয়ার।”

২০২০ সালের অভিশপ্ত জুন মাস। সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা দেশ। কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল বলিউডের তাবড় তারকাদেরও। বিশেষ করে বলিউডের ‘লবি’ নিয়ে গর্জে উঠেছিলেন একাংশ। সূত্রপাত অবশ্য কঙ্গনা রানাউতের হাত ধরেই হয়েছিল। স্বজনপোষণের অভিযোগ তুলে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির খান-কাপুর সাম্রাজ্য থেকে করণ জোহরকে নিয়ে বিস্ফোরক মন্তব্যে করেন তিনি। সেসময়েই শোনা যায়, ট্যালেন্ট থাকা সত্ত্বেও ইন্ডাস্ট্রির বহিরাগত হওয়ায় সুশান্ত সিং রাজপুতকে একঘরে করে দিয়েছিলেন প্রযোজকরা। একের পর এক কাজ হাতছাড়া হচ্ছিল সুশান্তের। বেশ কয়েকটা সিনেমার কথাবার্তা এগোলেও কাস্টিং থেকে তাঁকে ছেঁটে ফেলা হয়েছিল। আর বলিউডে কোণঠাসা হওয়ার জেরেই নাকি অবসাদে ভুগছিলেন অভিনেতা! যদিও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যের আজও কোনও কিণারা হয়নি। এবার বলিউডের জনপ্রিয় গায়ক অমল মালিক কার্তিক আরিয়ানকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন।



সম্প্রতি এক সাক্ষাৎকারে অমল মালিক জানান, বলিপাড়ার বড় প্রযোজক, অভিনেতারা কার্তিক আরিয়ানকে কোণঠাসা করার ষড়যন্ত্র করেছিলেন। তাঁর কথায়, “বাইরের জগতের মানুষরাও এখন ফিল্ম ইন্ডাস্ট্রির আসল চেহারা চেনে। এতটা অন্ধকার যে এখানে মানুষকে জীবন দিয়ে দাম চোকাতে হয়। সুশান্ত সিং রাজপুতও তো সামলাতে পারেননি। ওঁর সঙ্গে যা-ই হয়ে থাক না কেন, কেউ সেটা ‘খুন’ বলেন, আবার কারও মতে সুশান্ত আত্মহত্যা করেছে… ঘটনা যা-ই হোক, মানুষটা তো আর বেঁচে নেই। এই ইন্ডাস্ট্রিই ওঁর অবসাদের জন্য দায়ী। হয়তো অনেকে ওঁর মন ভেঙে দিত। এই ফিল্ম ইন্ডাস্ট্রিটা এরকমই জায়গা। যখন কথাগুলো ফাঁস হয়েছিল, বলিউডের উপর থেকে সাধারণ মানুষের বিশ্বাস উঠে গিয়েছিল।” এখানেই অবশ্য থামেননি তিনি।

অমল মালিকের সংযোজন, “সুশান্তের মৃত্যু বলিউডের ঘুম কেড়ে নিয়েছিল। ওদের এটাই প্রাপ্য। কারণ ভালো মানুষের সঙ্গে খারাপ করেছে। আর আজকে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে ওই একই ষড়যন্ত্র করা হচ্ছে কার্তিক আরিয়ানের বিরুদ্ধে। কার্তিক ওইসব সমস্যাগুলোর মধ্যে দিয়ে গেলেও হেসেখেলে বেরিয়ে গিয়েছে। কিন্তু ওঁর সঙ্গে ওঁর মা-বাবা রয়েছেন। কার্তিকও ইন্ডাস্ট্রির বহিরাগত। নিজের কাজ করছে। ক্ষমতা প্রদর্শন করে ওঁকেও বলিউডের একশোটা লোক সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। বড় বড় প্রযোজক, অভিনেতারা সব পারে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *