সুরাপ্রেমীদের জন্য সুখবর! মার্কিন হুইস্কি থেকে ৫০ শতাংশ কমল শুল্ক

সুরাপ্রেমীদের জন্য সুখবর! মার্কিন হুইস্কি থেকে ৫০ শতাংশ কমল শুল্ক

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারস্পরিক শুল্ক বসানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পণ্যের উপরে বেশি শুল্ক বসানোর অভিযোগ তুলেছেন ভারতের বিরুদ্ধেও। এই পরিস্থিতিতে আচমকাই এক বিশেষ মার্কিন হুইস্কির উপর থেকে ৫০ শতাংশ শুল্ক কমাল ভারত। বিদেশি মদের ২৫ শতাংশই এই বারবন হুইস্কি। বাকিদের ক্ষেত্রে অবশ্য শুল্কে কোনও ছাড়ের কথা জানা যায়নি। অর্থাৎ এই হুইস্কি আরও সস্তায় মিলবে ভারতীয় বাজারে। যা হাসি ফোটাবে সুরাপ্রেমীদের মুখেও।

সদ্য দুদিনের সফরে মার্কিন মুলুকে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন ট্রাম্প। কিন্তু সেই বৈঠকের ঠিক আগেই তিনি ঘোষণা করেন যে সব দেশ মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করবে, সেই দেশের পণ্যের উপরেও পালটা কর চাপাবে আমেরিকা। আলাদা করে ভারতের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘ভারতে প্রায় অন্য যে কোনও দেশের তুলনায় বেশি শুল্ক বসায়।’ বিশেষজ্ঞদের আশঙ্কা, ভারত ও থাইল্যান্ডের মতো দেশ মার্কিন পণ্যের উপর উচ্চ শুল্ক চাপানোয় এক্ষেত্রে তাদের উপরেও বড় শুল্ক আরোপিত হতে পারে। এই পরিস্থিতির মধ্যেই জনপ্রিয় এই মার্কিন হুইস্কির উপর থেকে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র।

পুরনো ওক কাঠের ব্যারেলে পাস্তুরাইজ করা এই হুইস্কি অত্যন্ত জনপ্রিয়। ভুট্টার দানা দিয়ে তৈরি হওয়ায় কিছুটা মিষ্টি স্বাদের এই হুইস্কিকে বারবন হুইস্কি বলা হয়। এতদিন এই হুইস্কি থেকে ১৫০ শতাংশ শুল্ক নেওয়া হত। এখন থেকে তা ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হল। অর্থাৎ এবার থেকে ওই হুইস্কির উপরে ১০০ শতাংশ শুল্ক নেওয়া হবে। বাকি হুইস্কির ক্ষেত্রে অবশ্য শুল্ক ১৫০ শতাংশই থাকবে।

ভারত কেন মার্কিন পণ্যের উপরে বেশি শুল্ক বসায় তা নিয়ে বহু আগে থেকেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে ট্রাম্পকে। মার্কিন প্রেসিডেন্ট থাকার প্রথম মেয়াদেও এই নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। নতুন করে মসনদে ফিরেই শুরু করে দিয়েছেন ‘শুল্ক যুদ্ধ’। যার মধ্যে ‘বন্ধু’ ভারতও রয়েছে। এই পরিস্থিতিতে মোদির সঙ্গে তাঁর বৈঠকে এই বিষয়েও কথা হয়েছে। আর এবার মোদি দেশে ফেরার মধ্যেই কমে গেল বিশেষ মার্কিন পানীয়ের উপর থেকে শুল্ক। একে মোদি সরকারের সুকৌশলী পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *