সিরিজ জয়ের মধ্যেও দুঃসংবাদ! আঙুলে চিড় তারকা ক্রিকেটারের, আইপিএলেও অনিশ্চিত?

সিরিজ জয়ের মধ্যেও দুঃসংবাদ! আঙুলে চিড় তারকা ক্রিকেটারের, আইপিএলেও অনিশ্চিত?

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জয়লাভ করেছে ভারত। তার মধ্যেই দুঃসংবাদ। জোফ্রা আর্চারের বলে চিড় ধরেছে ভারতের সঞ্জু স্যামসনের আঙুলে। যে কারণে অন্তত চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। তার সঙ্গেই প্রশ্ন, আইপিএলে কি খেলতে পারবেন সঞ্জু?

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে একেবারেই ছন্দে ছিলেন না সঞ্জু। পাঁচটি ম্যাচই খেলেছেন। কিন্তু করেছেন মাত্র ৫১ রান। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই তিনি। জানা যাচ্ছে, এক মাসের বেশি সময় তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। আপাতত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর চিকিৎসা চলবে। যতক্ষণ না সেখান থেকে সবুজ সংকেত পাবেন না, ততক্ষণ কোনও প্রতিযোগিতায় নামতে পারবেন না তিনি।

বিসিসিআইয়ের এক সূত্র জানাচ্ছেন, “সঞ্জুর তর্জনীর হাড়ে চিড় ধরেছে। অন্তত পাঁচ-ছয় সপ্তাহ মাঠের বাইরে তাঁকে থাকতে বলা হয়েছে। তারপর নেটে অনুশীলন শুরু করবেন। ফলে রনজি ট্রফিতে কোনও ভাবেই খেলা হবে না সঞ্জুর।” ৮-১২ ফেব্রুয়ারি কেরলের রনজি ম্যাচ। কিন্তু আইপিএলে কী খেলতে পারবেন? ২৩ মার্চ থেকে শুরু আইপিএল। সেই প্রসঙ্গে জানা যাচ্ছে, “যদি সব ঠিক থাকে, তাহলে আইপিএলে রাজস্থানের হয়ে খেলতে পারবেন তিনি।”

পঞ্চম ম্যাচের তৃতীয় বলে চোট পান সঞ্জু। জোফ্রা আর্চারের সেই বলের গতি ছিল প্রায় ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। তারপরও অবশ্য ব্যাট করেন তিনি। কিন্তু ৭ বলে মাত্র ১৬ রান করে ফিরে যান সঞ্জু। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। তারপর আইপিএল ও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। অর্থাৎ পরের সুযোগের জন্য সঞ্জুকে আগস্ট মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *