সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের দাপুটে বোলিংয়ের সামনে অল্প রানে শেষ হল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ক্যারিবিয়ান দলের হয়ে কিছুটা লড়াই করছিলেন জাস্টিন গ্রিভস। কিন্তু বুমরাহর ভয়ংকর ইয়র্কারে ছিটকে গেল স্ট্যাম্প। তিনি আউট হতেই ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হল মাত্র ১৬২ রানে।
বৃহস্পতিবার টসে জিতে ব্যাটিং নিলেন রস্টন চেজ। আহমেদাবাদের স্টেডিয়ামের ২২ গজে ঘাস রয়েছে। আকাশেও কিছুটা মেঘ ছিল। এই পরিস্থিতিতিতে রস্টনের ব্যাটিং করার সিদ্ধান্ত যে কার্যত বুমেরাং হল, সে কথা বলাই বাহুল্য। ভারতীয় পেসারদের দাপটে মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ খোয়াল ৫ উইকেট। এর মধ্যে মহম্মদ সিরাজ নিলেন ৩টে, জশপ্রীত বুমরাহ এবং কুলদীপ যাদবের শিকার ছিল ১ উইকেট।
শুরু হওয়ার পর থেকেই লাগাতার উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ ওভারে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার তেগনারায়ণ চন্দ্রপল। ১১টি বল খেললেও খাতা খুলতে পারেননি তিনি। ভারতকে প্রথম সাফল্য এনে দেন সিরাজ। অপর প্রান্ত থেকে জশপ্রীত বুমরাহ তুলে নেন আরেক ওপেনার জন ক্যাম্পবেলের উইকেট। মাত্র ২০ রানের মাথায় দুই ওপেনার প্যাভিলিয়নে ফেরেন। মিডল অর্ডারের অ্যালিক অ্যাথানাজে (১২), ব্র্যান্ডন কিংরা (১৩) রান পাননি। সিরাজের বলে উইকেট খোয়ান দু’জনেই। অধিনায়ক চেজের সঙ্গে মিলে ইনিংসের হাল ধরার একটা চেষ্টা করেছিলেন শাই হোপ। কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির আগে শেষ বলে ২৬ রানে আউট হয়ে যান তিনি।