সিবিআই নয়, কসবা কাণ্ডে দলের উলটোপথে হেঁটে পুলিশি তদন্তে আস্থাপ্রকাশ অগ্নিমিত্রার

সিবিআই নয়, কসবা কাণ্ডে দলের উলটোপথে হেঁটে পুলিশি তদন্তে আস্থাপ্রকাশ অগ্নিমিত্রার

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কসবায় আইনের ছাত্রীর গণধর্ষণের অভিযোগের বিচার নিয়েও বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব! শনিবার দলের মহিলা মোর্চা সভানেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পলের স্পষ্ট জানালেন, এই ঘটনার যথাযথ তদন্তের জন্য পুলিশের উপরই আস্থা রাখছেন তিনি। যুক্তি হিসেবে তিনি আর জি কর কাণ্ডের সিবিআই তদন্ত ‘ব্যর্থ’ হয়েছে বলে তুলে ধরেন। স্বভাবতই অগ্নিমিত্রার এহেন মন্তব্য বঙ্গ বিজেপিকে চরম অস্বস্তিতে ফেলেছে। অগ্নিমিত্রার দাবির পালটা কটাক্ষ করেছে শাসকদল তৃণমূল। দলের রাজ্য সভাপতি অবশ্য জানিয়েছেন, এই মত বিধায়কের ব্যক্তিগত, এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।

রাজ্যে যে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলেই বিরোধী বিজেপি সিবিআই তদন্তের দাবিতে সরব হয়ে ওঠে, এই ছবিটা চিরচেনা। রাজ্য পুলিশের তদন্তে স্বচ্ছতা নিয়ে সংশয় প্রকাশ করেই বিজেপি নেতানেত্রীদের এহেন দাবি। তবে এবার উলটপুরাণ! কসবা কাণ্ডে বিজেপি বিধায়ক তথা বরাবর আন্দোলনের পথে থাকা মহিলা মোর্চা নেত্রী অগ্নিমিত্রা পল উলটো দাবি করে বসলেন। শুক্রবার দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের সময় তিনি বললেন, ‘‘আমরা সিবিআই চাই না। আমরা চাই তদন্ত এই পুলিশই করুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, যার মাইনে হয় আপনার-আমার করের টাকায়, আপনারা তদন্ত করবেন। সত্যিটা সামনে আসুক।’’ মুখ ফসকে এহেন মন্তব্যের পর অবশ্য বিধায়ক নিজের ‘ভুল’ বুঝতে পারেন। পরে মন্তব্যের ভিন্ন ব্যাখ্যা দিয়ে বলেন, ”কেন সবসময় সিবিআই চাইব? রাজ্য পুলিশকে মাইনে দিয়ে রাখা হয়েছে। তাদের কাজ কী? তারাই এর তদন্ত করে আসল ঘটনা প্রকাশ্যে আনুক।”

তৃণমূল অবশ্য বিজেপি বিধায়কের এহেন মন্তব্যকে হাতিয়ার করতে ছাড়েনি। সোশাল মিডিয়ায় পোস্ট করে শাসকদলের কটাক্ষ, ‘‘তিনি (অগ্নিমিত্রা) এখন মহিলাদের নিরাপত্তার নিশ্চয়তার বিষয়ে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের উপরে আস্থা রাখছেন।’’ আসলে আর জি করে জুনিয়র ইন্টার্ন তরুণীর ধর্ষণ ও হত্যাকাণ্ডের মতো হাইপ্রোফাইল ও স্পর্শকাতর ঘটনার তদন্তে সিবিআই তদন্ত যে পথে গিয়েছে, তা বিজেপি নেতাদের নাপসন্দ। ঠিক এমনটা আশা করেননি তাঁরা। আর তাই হয়ত অনাস্থা তৈরি হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর। দলকে অস্বস্তিতে অগ্নিমিত্রার এহেন দাবির নেপথ্যে হয়ত এটাই কারণ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *