সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিবিআইয়ের পর ইডির মামলাতেও জামিন। অগস্টা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত ‘মিডলম্যান’ ক্রিশ্চিয়ান মিশেল এবার জেলমুক্তির পথে। ২০১৮ সাল থেকে দিল্লির তিহাড় জেলে পড়ে রয়েছেন মিশেল।
গত ১৮ ফেব্রুয়ারি ক্রিশ্চিয়ান মিশেলকে সিবিআইয়ের করা মামলায় জামিন দেয় সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দিল্লি আদালত ইডির মামলাতেও জামিন দিয়েছেন ইটালির ওই মিডলম্যানকে। মঙ্গলবার দিল্লি হাই কোর্টের বিচারপতি স্বর্ণকান্ত শর্মা ইডি মামলায় তাঁকে জামিন দেন। মিশেল আদালতে দাবি করেন, তাঁর বিরুদ্ধে যে তদন্ত হচ্ছে তাতে বিশেষ অগ্রগতি নেই। এদিকে তিনি দীর্ঘসময় জেলবন্দি। এবার তাঁর মুক্তি পাওয়া উচিত। সেই তত্ত্ব মেনে নিয়েই তাঁকে জামিন দিয়েছে দিল্লি হাই কোর্ট। সিবিআইয়ের পর ইডির মামলাতেও জামিন পেয়ে যাওয়ায় এবার মিশেলের জেলমুক্তির পথ প্রশস্ত হল।
প্রসঙ্গত, ৩ হাজার ৬০০ কোটি টাকার হেলিকপ্টার দুর্নীতি মামলার যৌথভাবে তদন্ত করছে সিবিআই ও ইডি। সেখানে নাম রয়েছে বেশ কয়েকজন ভারতীয় রাজনৈতিক-সহ প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগীরও। অভিযোগ, ৫টি ভিভিআইপি হেলিকপ্টার কেনার জন্য ত্যাগী-সহ তৎকালীন ইউপিএ সরকারের একাধিক নেতা ঘুষ নিয়েছেন। ইটালির হেলিকপ্টার নির্মাণকারী সংস্থা অগস্টা ওয়েস্টল্যান্ড ‘মিডল ম্যান’ ক্রিশ্চিয়ান মিশেলের মাধ্যমে চুক্তিটিকে প্রভাবিত করেছে। ২০১৮ সালের জুলাই মাসে ক্রিশ্চিয়ান মিশেলের গ্রেপ্তারির পর থেকেই একের পর এক কংগ্রেস নেতার নাম এই দুর্নীতিতে জড়িয়েছে।
মিশেলকে ২০১৮ সালে দুবাই থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়েছিল। সে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি কংগ্রেস তথা গান্ধী পরিবারের সঙ্গে তাঁর ‘যোগাযোগের’ অভিযোগ তুলেছিলেন। মোদি বলেছিলেন, ‘মিশেল মামার জন্যই কি রাফালে আপত্তি কংগ্রেসের?’ সেই মিশেল মামাকেই আটকে রাখতে পারল না দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।