সিন্ধুর জল নিয়ে পাকিস্তানের সুরে সুর! অবৈধ আন্তর্জাতিক আদালতকে ফুৎকারে উড়িয়ে দিল ভারত

সিন্ধুর জল নিয়ে পাকিস্তানের সুরে সুর! অবৈধ আন্তর্জাতিক আদালতকে ফুৎকারে উড়িয়ে দিল ভারত

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিন্ধু জলচুক্তি বাতিলের ফলে অভূতপূর্ব সংকটের পরিস্থিতি পাকিস্তানে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছিল ইসলামাবাদ। শুক্রবার সেই আদালতের অস্তিত্বই অস্বীকার করল নয়াদিল্লি। এদিন বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি পেশ করা হয়েছে। সেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, রাতলে ও কিষেনগঙ্গায় ভারতের জলবিদ্যুৎ প্রকল্প ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তির অন্তর্গত। এই নিয়ে আপত্তি করেছে পাকিস্তান। এবার এই বিষয়ে মামলা শুনবে কিনা তা নিয়ে আন্তর্জাতিক আদালত জানিয়েছে, তারা তা বিচার করবে। সেই ‘সাপ্লিমেন্টারি অ্যাওয়ার্ড’ প্রসঙ্গে ভারত জানিয়েছে, ওই আদালত অবৈধ।

এদিন বিদেশ মন্ত্রক জানিয়েছে, ‘ভারত কখনও এই তথাকথিত সালিশি আদালতের অস্তিত্বকে আইনত স্বীকৃতি দেয়নি। এবং ভারতের অবস্থান সর্বদাই এই যে এই তথাকথিত সালিশি সংস্থার গঠন নিজেই সিন্ধু জলচুক্তির একটি গুরুতর লঙ্ঘন। ফলস্বরূপ এর দ্বারা গৃহীত কোনও রায় বা সিদ্ধান্তও সেই কারণে অবৈধ এবং স্বতঃস্ফূর্তভাবেই বাতিল।’

উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল করেছে দিল্লি। যা নিয়ে ক্রমাগত অপপ্রচার চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। বারবার দাবি করছে, ভারত নাকি এই চুক্তি লঙ্ঘন করেছে। কিন্তু ভারত আগেও রাষ্ট্রসংঘে জানিয়েছে পাকিস্তানের উপর আস্থা রেখে, বিশ্বাস করে ৬৫ বছর আগে ভারত এই চুক্তি করেছিল। কিন্তু সেই বিশ্বাস ভেঙে ভারতের বুকে ৩টি যুদ্ধ ও হাজার হাজার জঙ্গি হামলা চালিয়েছে পাক সন্ত্রাসীরা।

এদিকে প্রাক্তন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো দিন কয়েক আগেই সিন্ধু চুক্তি নিয়ে একপ্রকার পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন। বিলাওয়াল স্পষ্ট বলে দেন, সিন্ধু জলচুক্তি নিয়ে ভারত যা আচরণ করছে তাতে জল নিয়ে প্রথমবার পরমাণু যুদ্ধ বেঁধে যেতে পারে। কিন্তু প্রাক্তন পাক বিদেশমন্ত্রীর সেই হুমকিতেও বিচলিত হয়নি নয়াদিল্লি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *