সিএসকে সতীর্থকে নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা হিসেবে নাইট তারকাকে পছন্দ অশ্বিনের

সিএসকে সতীর্থকে নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা হিসেবে নাইট তারকাকে পছন্দ অশ্বিনের

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রাচীন রবীন্দ্র। কিন্তু নিউজিল্যান্ড তারকাকে সেরা বেছে নেওয়ায় অখুশি তাঁরই চেন্নাই সুপার কিংসের সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন। বরং তিনি এক ভারতীয় ক্রিকেটারকে বেছে নিচ্ছেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হিসেবে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাচীনের তাঁর রান সংখ্যা ২৫১। সঙ্গে আছে দুটি সেঞ্চুরি। গড় ৬২.৭৫। তিনটি উইকেটও আছে তাঁর নামে। চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশের ওপেনারও নিউজিল্যান্ডের ক্রিকেটার। কিন্তু অশ্বিনের মতে রাচীন নয়, টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হওয়া উচিত ছিল বরুণ চক্রবর্তীর।

নিজের ইউটিউব চ্যানলে অশ্বিন বলছেন, “আমার মতে টুর্নামেন্টের সেরা প্লেয়ার বরুণ চক্রবর্তী। ও পুরো টুর্নামেন্ট খেলেনি। কিন্তু বরুণ বড় বদল এনে দিয়েছে। ও যদি না থাকত, তাহলে ম্যাচ অন্যরকম হত। বরুণ ভারতীয় দলের এক্স ফ্যাক্টর। আমি যদি বিচারক হতাম, তাহলে বরুণকে সেটা ক্রিকেটার বাছতাম।” তিন ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৯টি। প্রথম দুটি ম্যাচে খেলেননি। এমনকী এই টুর্নামেন্টে খেলার কথাই ছিল না বরুণের। শেষ মুহূর্তে দলে ঢোকেন নাইট রাইডার্সের স্পিনার।

এই প্রসঙ্গে একটি বিশেষ উইকেটের কথা বলছেন অশ্বিন। যেটা দেখে চমকে গিয়েছেন ভারতের প্রাক্তন স্পিনার। তিনি বলছেন, “শুধু খেয়াল করুন গ্লেন ফিলিপসকে কীভাবে আউট করল। ও স্টাম্প ঢাকেনি, তাই বরুণ পিচটাকে বড় করে ব্যবহার করে গুগলি করল। বরুণকে সিরিজের সেরা ক্রিকেটার বাছা উচিত ছিল।” সেই সঙ্গে রোহিত-গম্ভীরের জন্যও খুশি অশ্বিন। শেষ মুহূর্তে বুমরাহর বিকল্প হিসেবে বরুণকে দলে নেওয়া যে সাহসী সিদ্ধান্ত, সেটাও বলছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *