স্টাফ রিপোর্টার: কলকাতা ময়দানে ‘ময়দান সাথী’র আত্মপ্রকাশ হয়েছিল ফুটবলারদের পাশে থাকার জন্য। সেই ময়দান সাথীই ফুটবলারদের স্বার্থে এক নজিরবিহীন এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করল। এসএসকেএম হাসপাতালের সঙ্গে আরও তিনটি বেসরকারি হাসপাতালকে সঙ্গে নিয়ে কলকাতা ময়দানের প্রায় এক হাজার ফুটবলারের স্বাস্থ্য পরীক্ষা করাল এই সংস্থা।
সামনেই কলকাতা লিগ শুরু হতে চলেছে। তার আগে এই স্বাস্থ্য পরীক্ষার সৌজন্যে ফুটবলাররা নিজেদের শারীরিক অবস্থা সম্পর্কে ধারণা পেয়ে গেলেন। শিবিরের উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, মোহনবাগান সহ-সভাপতি কুণাল ঘোষ, বিধায়ক দেবাশিস কুমার, সনৎ দে, মোহনবাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস, আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সহ-সভাপতি স্বরূপ বিশ্বাস, সৌরভ পাল, প্রাক্তন সচিব জয়দীপ মুখোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার রহিম নবি, কোচ অনন্ত ঘোষ, রঞ্জন ভট্টাচার্য, প্রশান্ত চক্রবর্তী-সহ অন্যান্যরা।
শনিবার এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “অভিনব প্রয়াস। ময়দানে এমন প্রয়াস এর আগে কখনও নেওয়া হয়নি। ময়দান সাথী মানে ময়দানের খেলোয়াড়দের সাথী। এটা শুভ উদ্যোগ। আমরা সরকারের তরফ থেকে সবসময় পাশে আছি এই প্রয়াসের। ময়দান সাথীর বয়স মাত্র এক। এই অল্প সময়েই তারা ময়দানে সেঞ্চুরি করেছে। অভিনন্দন ওদের।” কুণাল ঘোষও এই প্রয়াসের জন্য উদ্যোক্তাদের শুভেচ্ছা জানিয়েছেন। কুণাল ঘোষের পাশাপাশি পার্থ ভৌমিক, দেবাশিস কুমার, সৃঞ্জয় বোস-সহ অনুষ্ঠানে উপস্থিত সবাই এই উদ্যোগের প্রশংসা করেন।
নার্সারি ডিভিশন থেকে ময়দানের প্রিমিয়ার ডিভিশন পর্যন্ত এমনকী মহিলা ফুটবলাররাও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। উদ্যোক্তাদের তরফ থেকে শিবিরে যোগ দেওয়া ক্লাবগুলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্বরূপ বিশ্বাস। এই শিবিরে ফুটবলারদের চোখের পরীক্ষাও করা হয়েছে। প্রয়োজনে বিনামূল্যে ছানি অপারেশন ও চশমা প্রদানের ব্যবস্থা করছেন ময়দান সাথীর কর্মকর্তারা। এখানেই থেমে থাকা নয়, ভবিষ্যতে ফুটবলাররা মারাত্মক চোট পেলে বিনামূল্যে তাঁর চিকিৎসা করানোরও পরিকল্পনা করতে চায় ময়দান সাথী।