সাতসকালে ভূমিকম্পের কবলে কলকাতা, কম্পনের তীব্রতা ছিল ৫.১

সাতসকালে ভূমিকম্পের কবলে কলকাতা, কম্পনের তীব্রতা ছিল ৫.১

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ভূমিকম্পের কবলে শহর কলকাতা। মঙ্গলবার সকাল ৬.১০ নাগাদ থরথরিয়ে কেঁপে উঠল কলকাতা-সহ বাংলার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা ও বাংলাদেশেও কম্পন অনুভব করা গিয়েছে বলে জানা যাচ্ছে। ভূমিকম্পের তীব্রতা বেশি থাকলেও সৌভাগ্যক্রমে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে।

জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্রের তরফে জানা যাচ্ছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বঙ্গোপসাগরের ৯১ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের তীব্রতা বেশি থাকলেও সৌভাগ্যক্রমে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে। ভূমিকম্প অনুভূত হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিষয়টি নিয়ে সোশাল মিডিয়াতেও পোস্ট করতে দেখা যায় বহু মানুষকে।

উল্লেখ্য, চলতি বছরের ৭ জানুয়ারি ভোরে কেঁপে উঠেছিল কলকাতা-সহ গোটা দেশ। সেই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল। ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১। সেবার ভারত, নেপাল, বাংলাদেশের পাশাপাশি ভুটানেও কম্পন অনুভূত হয়। গত সপ্তাহে দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ভূমিকম্পের ঘটনা ঘটে। সেই কম্পনের তীব্রতা ছিল ৪। কেন্দ্রস্থল ছিল দিল্লির ধৌলাকুঁয়া। দেশের নানা প্রান্তে একের পর এক ভূমিকম্পের মাঝে এবার কেঁপে উঠল শহর কলকাতা।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *