সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড দক্ষিণ ২৪ পরগনা সন্তোষপুর স্টেশনে। সকাল ৭টা নাগাদ ১ নং প্ল্যাটফর্ম থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান রেলযাত্রীরা। দাউদাউ আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদহ দক্ষিণে বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ। শিয়ালদহ থেকে মাঝেরহাট পর্যন্ত আপ ও ডাউন লাইনে আপাতত ট্রেন চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খবর পাঠানো হয় দমকলে। তবে দমকল দেরিতে এসেছে বলে অভিযোগ। ততক্ষণে প্ল্যাটফর্মের প্রচুর ছোট দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। আতঙ্কিত স্টেশন লাগোয়া এলাকার বাসিন্দা থেকে নিত্যযাত্রী – সকলেই।

রেল সূত্রে জানা গিয়েছে, সন্তোষপুর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে বেশিরভাগ দোকানগুলি জামাকাপড়, চা ও নানা ছোটখাটো সামগ্রীর এবং সেসব ত্রিপল দিয়ে তৈরি। পুজোর মুখে ব্যবসায়ীরা নতুন সামগ্রী এনেছিলেন বিক্রির জন্য। কিন্তু মঙ্গসলবার সকালের অগ্নিকাণ্ডে অধিকাংশ দোকানই পুড়ে ছাই। বড়সড় লোকসানের মুখে পড়ে মাথায় হাত তাঁদের। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। দমকলের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে।