দিল্লি ক্যাপিটালস: ১৯৯/৩ (রাহুল ১১২, অভিষেক ৩০, অক্ষর ২৫, স্টাবস ২১ প্রসিধ ৪০/১)
গুজরাট টাইটান্স: ২০৫ (সাই ১০৮, গিল ৯৩)
১০ উইকেটে জয়ী গুজরাট।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক সপ্তাহে ভারতের পাশাপাশি ভারতীয় ক্রিকেটের উপর দিয়েও ঝড় বয়ে গিয়েছে। ভারত-পাক সংঘর্ষের পাশাপাশি খুব অল্প সময়ের মধ্যে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো এই প্রজন্মের দুই মহাতারকা। বিতর্ক তো বটেই পাশাপাশি মন খারাপ গোটা দেশের। এই অবস্থায় দ্বিতীয় পর্বে প্লে অফের দৌড় শুরু হয়েছে আইপিএল। গুজরাট টাইটান্সের সঙ্গে ব্য়াটিংযুদ্ধের ম্যাচে রানে ফিরলেন লোকেশ রাহুল। ৬০ বলে শতরান করলেন। তারপরেও ম্যাচ বাঁচাতে পারলেন না। সাই সুদর্শন (১০৮) ও শুভমানের গিলের (৯৩) ব্যাটিং প্রদর্শনী হারিয়ে দিল দিল্লিকে। একটি উইকেট ফেলতে পারল না দিল্লি। ১০ উইকেটে জয়ী হল গুজরাট।
(প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।)