সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলো স্পেশাল অপস সিজন-২ এর ট্রেলার। একাধিক চমকে ভরপুর সেই ট্রেলার দেখে উচ্ছ্বসিত দর্শক। ফের ‘র’ এজেন্ট হিম্মত সিংয়ের ভূমিকায় ফের দেখা যাবে কে কে মেননকে।
অ্যাকশনে ভরপুর ট্রেলারে বোঝাই যাচ্ছে যে স্পেশাল অপস-২ ফের দর্শককে নানা চমক দিতে চলেছে। সাইবার সন্ত্রাস ও এআই এর অপব্যবহার নিয়েই আবর্তিত হবে। ট্রেলারে দেখা যাচ্ছে প্রতিপক্ষের বিরুদ্ধে হিম্মত সিংকে রুখে দাঁড়াতে। তবে সবথেকে বড় চমক জা থাকছে তা হল এই সিরিজেও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন টোটা রায়চৌধুরী। ‘রকি অউর রানি’র সাফল্যের পরই এই সিরিজে অভিনয়ের কথা ঘোষণা করেছিলেন টোটা। ‘স্পেশাল অপস’-এর প্রথম সিজন মুক্তি পেতেই প্রশংসা কুড়িয়ে ছিলেন পরিচালক নীরজ পান্ডে।
সিরিজে মুখ্য চরিত্রে রয়েছেন কেকে মেনন। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন গৌতমী কাপুর কামাক্ষী ভাট, প্রকাশ রাজ। দিলীপ তাহি, বিনয় পাঠক প্রমুখ। আর তাঁদের কাঁধে কাঁধ মিলিয়েই এবার অভিনয় করবেন টোটা রায়চৌধুরীও। আগামী ১১ জুলাই থেকে শুরু হবে এই সিরিজের স্ট্রিমিং।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন