‘সহস্রাব্দের প্রথম সন্ত’ হতে চলেছে কিশোর কার্লো! মৃত্যুর ১৯ বছর পরে মিলবে স্বীকৃতি

‘সহস্রাব্দের প্রথম সন্ত’ হতে চলেছে কিশোর কার্লো! মৃত্যুর ১৯ বছর পরে মিলবে স্বীকৃতি

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সহস্রাব্দের প্রথম ‘সন্ত’ হতে চলেছে কার্লো আকুটিস। ২০০৬ সালে ১৫ বছর বয়সে লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিল সে। মৃত্যুর ১৯ বছর পরে সে পাবে সন্তের স্বীকৃতি। আগামী ২৭ এপ্রিলই ছিল সেই দিন। কিন্তু গত ২১ এপ্রিল পোপ ফ্রান্সিসের প্রয়াণে আপাতত পিছিয়ে গেল দিনটি। তবে ঠিক কবে তাকে ওই স্বীকৃতি দেওয়া হবে তা এখনও জানা যায়নি। গত বছর বিবিসি সূত্রে জানা যায়, পোপ ফ্রান্সিস তার দ্বিতীয় ‘অলৌকিক’ কর্মকে স্বীকৃতি দিয়েছেন। আর তখনই স্পষ্ট হয়ে যায় এই ‘সন্ত’ উপাধি পেতে চলেছে সে।

প্রসঙ্গত, অন্তত দুটি ‘অলৌকিক’ ঘটনার সঙ্গে যুক্ত থাকলে তবেই কাউকে ‘সন্ত’ হিসেবে স্বীকৃতি দেওয়া যায়। যেহেতু কার্লো আকুটিসের ক্ষেত্রে তা সম্পন্ন হয়েছে, সুতরাং তা যে কেবল সময়ের অপেক্ষা তা নিশ্চিত বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। প্রসঙ্গত, ২০২০ সালে কার্লোর নামে প্রথম ‘অলৌকিকত্ব’ সংযুক্ত হয়। জানা যায়, অগ্ন্যাশয়ের অসুখে ভুগতে থাকা ব্রাজিলের এক শিশুর সুস্থতায় ‘মরণোত্তর মধ্যস্থতা’ করেছিল সে। এবার ফের ফ্লোরেন্সের এক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার মস্তিষ্কে রক্তক্ষরণের ক্ষেত্রেও তার সুস্থতার ক্ষেত্রে কার্লোর অবদানকে স্বীকৃতি দিয়ে একেও ‘অলৌকিক’ হিসেবে মেনে নেন পোপ ফ্রান্সিস।

ইটালির মোনজায় মৃত্যু হয় কার্লোর। মৃত্যুর এক বছর পরে তার মরদেহ নিয়ে আসা হয় ইটালির অ্যাসিসিতে। সেই থেকে এখানেই সমাধিস্থ কার্লো। লন্ডনে জন্মালেও এদেশেই শৈশবের বড় অংশ কাটিয়েছিল সে। কম্পিউটারের প্রতি তার ছিল অদম্য আগ্রহ। ছোটবেলা থেকেই ধার্মিক কার্লো মৃত্যুর পরে হয়ে ওঠে ‘ঈশ্বরের দূত’। আপাতত অপেক্ষা, কবে সে হতে চলেছে ‘সহস্রাব্দের প্রথম সন্ত’। সেই দিন সেই মুহূর্তের সাক্ষী হবে ১৫টি দেশের ৮০ হাজারেও বেশি কিশোর।জানা গিয়েছে, নতুন পোপের পরই কার্লোকে এই স্বীকৃতি দেওয়া হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *