সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতার বুকে অনুষ্ঠিত হল সল্টলেক IEM-এর স্নাতক সমাবর্তন অনুষ্ঠান। জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। ছিলেন IEM সভাপতি, অধ্যাপক বনানী চক্রবর্তী, তাপস চক্রবর্তী, MAKAUT বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, শিল্প নেতৃবৃন্দ এবং পড়ুয়ারা।

রবিবার, ৭ সেপ্টেম্বর জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের। অতিথিদের স্বাগত জানানোর পরই পড়ুয়াদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন IEM-এর সভাপতি অধ্যাপক বনানী চক্রবর্তী, IEM-এর ডিরেক্টর সত্যজিৎ চক্রবর্তী-সহ অন্যান্যরা। মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাকাউট)-এর উপাচার্য, অধ্যাপক তাপস চক্রবর্তীও বক্তব্য রাখেন এদিন। জোর দেন, সামগ্রিক শিক্ষার গুরুত্বের উপর।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরামের চেয়ারম্যান, NAAC-এর নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং NBA-এর চেয়ারম্যান অধ্যাপক অনিল সহস্রবুদ্ধের সমাবর্তন ভাষণ। তিনি পড়ুয়াদের সামনে তুলে ধরেন ভবিষ্যতের সুযোগ এবং জাতি গঠনে যুবসমাজের ভূমিকা-সহ একাধিক বিষয়। তাঁর বক্তব্যে অনুপ্রানিত শিক্ষার্থীরা। অনুষ্ঠানের সবচেয়ে প্রতীক্ষিত অর্থাৎ ডিগ্রি সার্টিফিকেট প্রদান শেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।