সলমনের বাংলোয় ঢুকতে হলে বড় স্টারকেও দেখাতে হবে ID কার্ড, কড়া নিরাপত্তায় মুড়ল গ্যালাক্সি

সলমনের বাংলোয় ঢুকতে হলে বড় স্টারকেও দেখাতে হবে ID কার্ড, কড়া নিরাপত্তায় মুড়ল গ্যালাক্সি

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চব্বিশ সালের গোড়া থেকেই ভাইজানের প্রাণসংশয়। লাগাতার খুনের হুমকি দিয়ে যাচ্ছে বিষ্ণোই গ্যাং। সলমন-সহ তাঁর বাংলো গ্যালাক্সিকেও কড়া নিরাপত্তায় মুড়ে দিয়েছে মুম্বই পুলিশ। বিশেষ করে গতবছর ভাইজান ঘনিষ্ঠ বাবা সিদ্দিকির খুন হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে বান্দ্রা এলাকার বিভিন্ন ঘটনায় পুলিশের রাতের ঘুম ছুটেছে। সম্প্রতি নিরাপত্তা বলয় টপকে সলমন খানের বাংলোয় দুই অনাহূতর প্রবেশ নিয়ে আবারও উদ্বেগের সৃষ্টি হয়েছে। আর সেই প্রেক্ষিতেই এবার ভাইজানের সাধের বাংলোকে আরও কড়া নিরাপত্তায় মুড়ে ফেলল মুম্বই পুলিশ।

সোমবার এবং মঙ্গলবার, পর পর দু’দিন সলমন খানের বাড়িতে দুই অনাহূতর প্রবেশ। প্রথম ঘটনা গত সোমবারের। সেদিন জনৈক মহিলা ভক্ত কাকভোরে ভাইজানের বাড়িতে ঢুকে পড়েন। বছর বত্রিশের এই মহিলার নাম ইশা ছাবড়া। লিফটের সামনে দাঁড়াতেই নিরাপত্তারক্ষীরা তাঁকে ঘিরে ধরেন। পরে বান্দ্রা পুলিশের হাতে তুলবে দেওয়া হয় ওই মহিলাকে। পরদিন ২০ মে, মঙ্গলবার ফের এক ব্যক্তি সকাল সোয়া সাতটা নাগাদ গ্যালাক্সিতে ঢোকার চেষ্টা করেন। তড়িঘড়ি সলমনের নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে ফেলেন। জিতেন্দ্র কুমার সিং নামে ওই ব্যক্তি আদতে ছত্তিশগড়ের বাসিন্দা। মুম্বই পুলিশ দুজনকেই আটক করেছে বলে খবর। এবার জানা গেল, সলমন খানের বাংলোয় প্রবেশ করার জন্য কড়া নিয়ম জারি করতে চলেছে পুলিশ।

Salman Khan House Breach Amid Gang Threats

বলিউড মাধ্যম সূত্রে খবর, এবার থেকে ভাইজানের বান্দ্রার গ্যালাক্সিতে ঢুকতে হলে দেখাতে হবে পরিচয়পত্র। এক্ষেত্রে ছাড় পাবেন না বলিউডের তারকারাও। জানা গিয়েছে, আইডি কার্ড দেখালে তবেই বাংলোয় ঢুকতে পারবেন অতিথিরা। সোম-মঙ্গলবারের ঘটনার পরই মুম্বই পুলিশ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, লাগাতার অভিনেতা যেভাবে খুনের হুমকি পাচ্ছেন এবং যখন-তখন যে কেউ বাংলোয় ঢুকে পড়ছে, তাই পরিস্থিতি সামাল দিতেই আগত অতিথিদের প্রবেশে কড়াকড়ি নিয়ম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাইভেট বিল্ডিং হওয়ায় প্রত্যেক অতিথির পরিচয়পত্র চেক করা চ্যালেঞ্জের কাজ। তাই ভাবা হয়েছে, সলমনের পরিবারের সদস্যরা নিশ্চিত করলে তবেই কেউ বাংলোয় ঢুকতে পারবেন।

গতবছর থেকেই লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন সলমন খান। নেপথ্যে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। যার জেরে ঘুম ছুটেছে ভাইজান ঘনিষ্ঠদের। কড়া নিরাপত্তাবলয় বেষ্টিত হয়ে সর্বত্র চলাফেরা করতে হয়। বলিউড সুপারস্টারের গতিবিধিও বর্তমানে মাপা। তাঁর জীবন এখন ঘুরপাক খায় শুধু বাড়ি আর শুটিং সেটের মধ্যেই। গতবছর এপ্রিল মাসে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ করে বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য। যার জেরে বাংলোর বারান্দাটিকেও বুলেট প্রুফ কাচ দিয়ে মুড়ে ফেলেছেন ভাইজান। গ্যালাক্সির বাইরেও সর্বক্ষণ কড়া নিরাপত্তা থাকে। তবে এরকম নিশ্ছিদ্র নিরাপত্তা সত্ত্বেও পরপর দু দিন সলমনের বাংলোতে ঢুকে পড়ল দুই অনাহূত। কীভাবে সম্ভব? তা নিয়ে চলছে জোর চর্চা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *