সরস্বতী পুজো নিয়ে বিতর্কের মাঝেই যোগেশচন্দ্র ডে কলেজের গভর্নিং বডির সভাপতি বদল, দায়িত্ব পেলেন অরূপ

সরস্বতী পুজো নিয়ে বিতর্কের মাঝেই যোগেশচন্দ্র ডে কলেজের গভর্নিং বডির সভাপতি বদল, দায়িত্ব পেলেন অরূপ

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


স্টাফ রিপোর্টার: সরস্বতী পুজো নিয়ে বিতর্কের মাঝেই যোগেশ চন্দ্র কলেজের দিবা বিভাগের গভর্নিং বডির সভাপতি পদ থেকে সরানো হল দেবাশিস কুমারকে। তাঁর জায়গায় দায়িত্ব পেলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। মঙ্গলবার রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর থেকে এই রদবদল নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

দিন কয়েক আগে দক্ষিণ কলকাতার যোগেশ চন্দ্র কলেজে পড়ুয়াদের সরস্বতী পুজোর আয়োজন ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। আদালতের নির্দেশ মেনে যোগশচন্দ্র কলেজের ভিতরে আয়োজন করা হয় আইন বিভাগের পুজো। কলেজের বাইরে মোতায়েন ছিল সশস্ত্র বাহিনী। পরিচয়পত্র দেখে তবে পড়ুয়াদের প্রবেশ করতে দেওয়া হচ্ছিল। এই পরিস্থিতিতে রবিবার দুপুরে সেখানে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ মালা রায়। তাঁদের দেখেই ‘উই ওয়ান্ট জাস্টিস’স্লোগান তোলেন আইনের ছাত্রছাত্রীরা। এক পর্যায়ে অশান্তি চরমে ওঠে। এরপর শিক্ষামন্ত্রী নিজে চারজন পড়ুয়াকে অধ্যক্ষের ঘরে ডেকে নিয়ে যান। সেখানে তাঁকে সমস্যার কথা শোনেন।

সেই ঘটনার পরই মঙ্গলবার উচ্চ শিক্ষা দপ্তরের তরফে দক্ষ ও অভিজ্ঞ প্রশাসক অরূপকে ওই কলেজের পরিচালন সমিতির সভাপতির দায়িত্ব দেওয়া হল। এদিনই মধ্য কলকাতার চিত্তরঞ্জন কলেজের গভর্নিং বডিরও পরিবর্তন করা হয়েছে। বিষয়টি নিয়ে আগেই সিদ্ধান্ত হলেও এদিনই বিজ্ঞপ্তি জারি করা হয়। বিধায়ক বিবেক গুপ্তাকে সরিয়ে পরিচালন সমিতির নতুন সভাপতি করা হল ডাক্তার তথা শিল্পমন্ত্রী শশী পাঁজাকে। শিল্পমন্ত্রীর সঙ্গে চিত্তরাঞ্জনের নয়া কমিটিতে রয়েছেন দুই কাউন্সিলর সুপর্ণা দত্ত ও মোনালিসা বন্দ্যোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *