সরকারি উচ্চপদে নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা না থেকেও মোটা মাইনে! কত বেতন রিঙ্কুর?

সরকারি উচ্চপদে নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা না থেকেও মোটা মাইনে! কত বেতন রিঙ্কুর?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি উত্তরপ্রদেশ সরকারের গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হয়েছেন রিঙ্কু সিং। তারপর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে জল্পনা, মাস গেলে কত বেতন পাবেন সরকারি আধিকারিক রিঙ্কু? উল্লেখ্য, আইপিএল শেষের পর আপাতত ক্রিকেট থেকে খানিকটা দূরে রয়েছেন কেকেআরের তারকা ক্রিকেটার।

সম্প্রতি জানা গিয়েছিল, রিঙ্কুকে বেসিক এডুকেশন অফিসার পদে নিয়োগ করার উদ্যোগ নিয়েছে যোগী সরকার। আসলে ২০২২ থেকে আন্তর্জাতিক পর্যায়ের অ্যাথলিটদের সম্মানার্থে এক বিশেষ উদ্যোগ নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। তাদের ইন্টারন্যাশনাল মেডেল উইনার্স ডাইরেক্ট রিক্রুটমেন্ট রুলস-এর অধীনে আন্তর্জাতিক স্তরের খেলোয়াড়দের বিভিন্ন সরকারি পদে নিয়োগ করা হয়। এর আগে মহম্মদ সিরাজ, লভলিনা বরগোঁহাইকেও এই নিয়মের মাধ্যমে নিয়োগ করা হয়েছিল। সিরাজকে ডিএসপি পদে এবং লভলিনাকে নিয়োগ করা হয় পুলিশে।

এবার সেই তালিকায় নাম উত্তরপ্রদেশের ভূমিপুত্র রিঙ্কু সিংয়ের। তাঁকে বেসিক এডুকেশন অফিসার পদে নিয়োগ করা হবে। মূলত ব্লক এডুকেশন অফিসারদের উপর নজরদারি করবেন রিঙ্কু। স্কুল পরিদর্শন, শিক্ষকদের পারফরম্যান্স, শিক্ষানীতি কার্যকর- এই বিষয়গুলির দিকে নজর রাখবেন। তবে এই পদে কাজ করার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হল স্নাতক। অন্যদিকে রিঙ্কু কেবল অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। আগামী সাত বছরের মধ্যে তাঁকে ন্যূনতম যোগ্যতা পূরণ করে ফেলতে হবে।

বেসিক এডুকেশন অফিসার হিসাবে কত টাকা আয় হবে রিঙ্কুর? সূত্রের খবর, গ্রুপ এ গেজেটেড অফিসার হিসাবে রিঙ্কুর মূল বেতন ৭০ থেকে ৯০ হাজার টাকা। তার সঙ্গে মহার্ঘভাতা, হাউজরেন্ট অ্যালাওয়েন্স, ট্রাভেল অ্যালাওয়েন্স-সহ একাধিক ভাতাও দেওয়া হয়। ফলে সবমিলিয়ে প্রতি মাসে প্রায় দেড়লক্ষ টাকা বেতন পেতে পারেন তারকা ক্রিকেটার। প্রসঙ্গত, সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান সেরেছেন রিঙ্কু।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *