সমুদ্রস্নানে নামাই কাল! বকখালিতে স্রোতের টানে তলিয়ে গেলেন যুবক

সমুদ্রস্নানে নামাই কাল! বকখালিতে স্রোতের টানে তলিয়ে গেলেন যুবক

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: বকখালিতে সমুদ্রস্নানে নামাই কাল। জলের স্রোতে তলিয়ে গেলেন পর্যটক। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও হদিশ মেলেনি তাঁর। যুবকের সন্ধানে সমুদ্রবক্ষে চলছে তল্লাশি।

জানা গিয়েছে, নিখোঁজ যুবকের নাম নিত্যানন্দ পাল। তাঁর বয়স ২২ বছর। অশোকনগর থানার অন্তর্গত গুমার বাসিন্দা ওই যুবক। বন্ধুদের সঙ্গে বকখালি বেড়াতে গিয়েছিলেন তিনি। বিকেলের দিকে সকলে মিলে সমুদ্রে পাড়ে ঘুরছিলেন তাঁরা। আচমকাই পুলিশের চোখ এড়িয়ে নেমে যান সমুদ্রে। এরপরই অঘটন। চারবন্ধুর চোখের সামনে স্রোতের টানে তলিয়ে যান যুবক। স্থানীয়দের নজরে পড়তেই তাঁরা প্রাথমিকভাবে উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু তাতে লাভ হয়নি। এদিকে খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়।

তড়িঘড়ি ডুবুরি নামানো হয় সমুদ্রবক্ষে। দীর্ঘক্ষণ তল্লাশি চালানো সত্ত্বেও শেষ পাওয়া খবর অনুযায়ী হদিশ মেলেনি যুবকের। গত কয়েকদিন ধরেই আবহাওয়া ভালো নয়। নিম্নচাপের জেরে চলছে বৃষ্টি। সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই মৎস্যদজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তা সত্ত্বেও কেন ওই যুবক সমুদ্রে নামলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *